একুশেনিউজ ডেস্ক :: সিলেটের তরুণ শিল্প উদ্যোক্তা ও বিশিষ্ট ব্যবসায়ী মেসার্স এস এ এন্টারপ্রাইজ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছালেহ আহমেদ ব্যবসায়ী কাজে সফরে যাচ্ছেন মালদ্বীপ ও শ্রীলংকা। বৃহস্পতিবার (২৬ জানুয়ারী) তিনি বহুবার বিভিন্ন দেশে ব্যবসায়ী কাজে সফর করেছেন।
উল্লেখ্য দেশ সমূহ রাশিয়া,ইন্ডিয়া,নেপাল,ভুটান।ব্যবসার পাশাপাশি তিনি এলাকার উন্নয়ন মূলক নানা ধরনের সমাজ সেবার কাজে জড়িত রয়েছেন।এছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও সেবামূলক সংগঠনের প্রতিনিধি হিসাবে কাজ করছেন।জাতীয় ও আন্তর্জাতিক ভাবে তরুণ উদ্যোক্তা অ্যাওয়ার্ড প্রাপ্ত যুব সংগঠক।সময় স্বল্পতার কারণে বন্ধু-বান্ধব, আতীয়-স্বজন, শুভাকাংখী ও বন্ধুদের সাথে দেখা করতে না পারায় তিনি আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করেছেন। তিনি নিরাপদ যাত্রার জন্য সবার নিকট দোয়া প্রার্থনা করেছেন।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302