• ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৯শে রজব, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জের দিরাইয়ে ছাত্রদল নেতার বাড়িতে হামলা ও ভাঙচুর

admin
প্রকাশিত জানুয়ারি ২৬, ২০২৩
সুনামগঞ্জের দিরাইয়ে ছাত্রদল নেতার বাড়িতে হামলা ও ভাঙচুর

দিরাই প্রতিনিধি : সুনামগঞ্জ এর দিরাই উপজেলার রাজনাও এ স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীদের কর্তৃক ছাত্রদল নেতা আব্দুল কাদির সোহাগ এর বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। খবর নিয়ে জানা যায়, গত (২৫ জানুয়ারী) বিকাল অনুমানিক ৩ ঘটিকার দিকে এ ঘটনা ঘটে।

এ সময় স্থানীয় ছাত্রলীগের কর্মীরা উত্তেজিত হয়ে তার বাড়ি ঘরে ভাংচুর শুরু করিলে সোহাগের মা এসে বাধা দেন। এতে তারা উত্তেজিত হয়ে তার মাকে হুমকিও দেয় বলে খবর পাওয়া যায়। ঘটনার বিষয়ে ছাত্রদল নেতা সোহাগের মাতা সাফিয়া বেগম কান্না জড়িত কন্ঠে আমাদের প্রতিনিধিকে বলেন, তার ছেলে পড়ালেখা করা কালীন সময়ে সিলেট শহরে ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত ছিল। এরই সূত্রপাতে স্থানীয় ছাত্রলীগের কেডাররা তার ছেলের খুঁজে বাড়িতে এসে ভাংচুর করে তাকে হুমকি দিয়ে যায়। ঘটনার বিষয়ে তিনি প্রশাসনের সহযোগিতা চেয়েও পাননি। তাই তিনি আমাদের প্রতিনিধির মাধ্যমে প্রশাসনের ঊর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেন।