• ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৯শে রজব, ১৪৪৬ হিজরি

২৮ জানুয়ারি জেলা সম্মেলন সফল করুন: বাসদ

admin
প্রকাশিত জানুয়ারি ২৭, ২০২৩
২৮ জানুয়ারি জেলা সম্মেলন সফল করুন: বাসদ

একুশেনিউজ ডেস্ক : বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার ২য় সম্মেলন আগামীকাল ২৮ জানুারি শনিবার দুপুর আড়াইটায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্টিত হবে। সম্মেলন উদ্বোধন করবেন বাসদ কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা কমরেড খালেকুজ্জামান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ,বক্তব্য রাখবেন কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক কমরেড রাজেকুজ্জামান রতন।

এদিকে সম্মেলন সফলের লক্ষ্যে (২৭ জানুয়ারি) শুক্রবার বিকাল ৩টায় আম্বরখানাস্থ দলীযয় কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। বাসদ সিলেট জেলা শাখার সমন্বয়ক আবু জাফর এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা সদস্য জুবায়ের আহমেদ চৌধুরী সুমন, প্রণব জ্যোতি পাল, মনজুর আহমেদ, মামুন বেপারি, ইউসুফ আলী, শফিকুল ইসলাম কাজল, নজির হোসেন, বিশ্বজিৎ নন্দী, সঞ্জিত শর্মা, প্রমূখ।

সভায় বক্তারা বলেন দ্রব্যমূল্য আকাশছোঁয়া, শিক্ষা-চিকিৎসার খরচ ক্রমাগত বাড়ছে, পাল্লা দিয়ে বাড়ছে গ্যাস, তেল, বিদ্যুতের দাম, পরিবহনের ভাড়া, কিন্তু বাড়ছে না সাধারণ মানুষের আয়। সাধারণ মানুষের জীবনে নাভিশ্বাস উঠছে।

সভায় বক্তারা বলেন, দেশ আজ এক গভীর সংকটে নিমজ্জিত। দেশে চলছে দুর্নীতি-লুটপাট-সাম্প্রদায়িক সন্ত্রাস-ফ্যাসিবাদী দুঃশাসনে মানুষ অতীষ্ঠ। সভায় বক্তারা, গণতান্ত্রিক-অসাম্প্রদায়িক – শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম তথা এ অঞ্চলের মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী ২৮ জানুয়ারি ২য় সম্মেলন সফল করার জন্য সবার জন্য সবার প্রতি আহ্বান জানান।