বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার ২য় সম্মেলন (২৮ জানুয়ারি) শনিবার বিকেল সাড়ে ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয়। বাসদ সিলেট জেলা শাখার সমন্বয়ক আবু জাফর এর সভাপতিত্বে ও জেলা সদস্য প্রণব জ্যোতি পাল এর সঞ্চালনায় সম্মেলনে উদ্ধোধন করেন বাসদ কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা কমরেড খালেকুজ্জামান, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ, বক্তব্য রাখেন সহকারী সাধারণ কমরেড রাজেকুজ্জামা রতন।
সম্মেলনে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন বক্তব্য রাখেন প্রবীন রাজনীতিবিদ এডভোকেট বেদানন্দ ভট্টাচার্য, জাসদ সভাপতি লোকমান আহমদ, অধ্যাপক ডঃ আবুল কাশেম, বাসদ মৌলভীবাজার জেলা সমন্বয়ক এডভোকেট মঈনুর রহমান মগনু, হবিগঞ্জ জেলা বাসদ সমন্বয়ক এডভোকেট জুনায়েদ আহমেদ, বাসদ সিলেট জেলা শাখার সাবেক সমন্বয়ক হুমায়ূন খান, সিপিবি সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন, বিপ্লবী কমিউনিস্ট লীগের সিরাজ আহমদ, জাসদ সাধারণ সম্পাদক কেএ কিবরিয়া, সিপিবি বিভাগীয় সমন্বয়ক এডভোকেট আনোয়ার হোসেন সুমন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এনামুল মুনির, সাম্যবাদী আন্দোলনের এডভোকেট মহীতোষ দেব প্রমূখ।
সম্মেলনে উদ্ধোধনী বক্তব্যে কমরেড খালেকুজ্জামান বলেন, মহান মুক্তিযুদ্ধে আমাদের অঙ্গীকার সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার-তার কোনটার অস্তিত্ব নেই। স্বাধীনতা পরবর্তীতে দেশ পরিচালনার নীতিগত যে অঙ্গীকার সাংবিধানিক স্বীকৃতির মাধ্যমে ব্যক্ত করা হয়েছিল গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও জাতীয়তাবাদ সেগুলো গত ৫১ বছরের শাসন শোষণে পর্যদুস্হ এবং বিকৃতি চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে।
বাসদ সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ দুর্নীতি-লুটপাট-দুঃশাসনের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আগামী নির্বাচন দলনিরেপক্ষ তদারকির ও সংখ্যানুপাতিক নির্বাচনের জন্য ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
সম্মেলনে কমরেড বজলুর রশীদ ফিরোজ বাসদ সিলেট জেলা শাখার ৩য় কাউন্সিলে গঠিত নতুন কমিটি পরিচয় করিয়ে দেন। ঘোষিত কমিটি হলো, আহ্বায়ক আবু জাফর, সদস্য সচিব প্রণব জ্যোতি পাল, সদস্য জুবায়ের আহমেদ চৌধুরী সুমন, নাজিকুল ইসলাম রানা, মাসুমা খানম, রত্না বসাক, মামুন বেপারি, মনজুর আহমদ, রুমন বিশ্বাস।
সম্মেলনের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করেন কমরেড খালেকুজ্জামান ও দলীয় পতাকা উত্তোলন করেন জেলা সমন্বয়ক আবু জাফর। সম্মেলনে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করেন চারণ সাংস্কৃতিক কেন্দ্র সিলেট জেলা শাখা। জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে সম্মেলন শুরু হয় এবং কমিউনিস্ট ইন্টারন্যাশলের মধ্যে দিয়ে শেষ হয়।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302