একুশেনিউজ ডেস্ক :: সিলেট কমিউনিটি ইন সাউথ কোরিয়া ২৩শে জানুয়ারি সোমবার বোম্বে গ্রিল রেস্টুরেন্ট হলরুমে সিউলে নির্বাচন অনুষ্ঠিত হয়।
কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সভাপতি মোঃ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইফুর রহমান বশির ও সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান সজীব নির্বাচিত হয়েছেন।
সিলেট কমিউনিটি ইন সাউথ কোরিয়ার ২০২৩ সালের বার্ষিক সম্মেলন অত্যন্ত সুন্দর এবং সফলভাবে সম্পন্ন হয়েছে।এসময় সংগঠনের সকল নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
নির্বাচন কমিশনের মাধ্যমে সম্পুর্ণ ফ্রি এবং ফেয়ার একটি ইলেকশন মাধ্যমে অনুষ্ঠিত হয়।
যারা নির্বাচিত হয়েছেন-সভাপতি মোঃ নজরুল ইসলাম ৮২ ভোট পেয়ে জয়ী হয়েছেন, অপরদিকে অশোক দাস সভাপতি পদে ৮১ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
সাধারণ সম্পাদক পদে মোঃ সাইফুর রহমান বশির ৮৫ ভোটে জয়লাভ করেন, অপরদিকে ৭৯ ভোটে পরাজিত হয়েছেন মোঃ এমাদ উদ্দিন এমাদ।
সাংগঠনিক সম্পাদক পদে ৮৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আসাদুজ্জামান সজীব, অপরদিকে ৭৫ভোট পেয়ে অপরাজিত হয়েছেন আমিনুর রহমান।
নবনির্বাচিতরা জানায়, “এটা কোন রাজনৈতিক সংগঠন না, আমাদের সকলের সহযোগিতা দরকার সংগঠন আমাদের সবার যারা জয়ী হতে পারেন নাই সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সবার সম্মিলিত প্রচেষ্টায় সিলেট কমিউনিটি ইন সাউথ কোরিয়া সামনে এগিয়ে যাবে।ভবিষ্যৎে আরো জাকঝমক পুর্ণ পরিবেশে সম্মেলন হবে এই আশাবাদ ব্যক্ত করছি।সর্বোপরি সিলেটের বিজয় সুচিত হয়েছ।শুভেচ্ছান্তে সিলেট কমিউনিটি ইন সাউথ কোরিয়া সকল শুভাকাঙ্খী”
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302