গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাটে কলেজ ছাত্র খায়রুল আমিন রুমনের বাড়িতে হামলা ও ভাংচুর চালিয়েছে ছাত্রলীগের প্রভাবশালী নেতাকর্মীরা। গত ১৫ ফেব্রুয়ারি ২০২৩ সালে রাত ৮টার দিকে আঙ্গারজুর গ্রামে এ ঘটনা ঘটে।
প্রদক্ষদর্শী সুত্রে জানা যায়, ছাত্রলীগের ১০/১২ নেতাকর্মীরা পূর্ব শত্রুতার জের ধরে খায়রুল আমিন রুমনের বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়ে তার বৃদ্ধ মা সহ পরিবারের লোকজনদের আহত করে। এবং রুমনের বাড়িঘরে পেট্রোল দিয়ে জ্বালিয়ে নেওয়ার পরিকল্পনা করে এসময় পরিবারের লোকজনের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসায় তার পরিবারকে হুমকি দিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা চলে যায়। এতে রুমনের পরিবারের অনেক ক্ষয়ক্ষতি হয়। বাড়িঘর ভাঙচুর ছাড়াও ঘরে থাকা নগদ টাকা, টেলিভিশন ঘরে থাকা পণ্য লুট করে নিয়ে যায়। এসব হামলায় আওয়ামী লীগের দলের নেতাকর্মীরা অংশ নিয়ে বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট চালায়। সবকিছু জানার পরও পুলিশ-প্রশাসন কোন ব্যবস্থা নেয় না।
এ বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, গতরাতে গোয়াইনঘাটে একটি বাড়িতে হামলা ও ভাংচুর এবং ঐ পরিবারের কয়েকজন লোক আহত হওয়ার খবর পেয়েছি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহন করা হবে।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302