আজ একুশে ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মাতৃভাষা আন্দোলনের ৭১ বছর পূর্ণ হলো আজ। ফুলে ফুলে ভরে উঠেছে মূল বেদি। সুবাসিত হচ্ছে সালাম, রফিক, বরকত, জব্বার, শফিউরদের কবরে কবরে। কণ্ঠে কণ্ঠ মিলে বজ্রধ্বনিতে রূপ নিয়েছে আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/আমি কি ভুলিতে পারি। বলছি অমর ২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারের কথা। শ্রদ্ধায় ভালোবাসায় সিক্ত হয়েছেন বাংলা ভাষার জন্য প্রাণ দেওয়া শহীদগণ।
২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছেন দি প্রত্যাসার নেতৃবৃন্দ। মঙ্গলবার (২১শে ফেব্রুয়ারি) দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয় হয়।
শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন দি প্রত্যাসার ব্রাঞ্চ ম্যানেজার প্রত্তুস রাউত, অপারেশন ম্যানেজার মুন্তাসির উদ্দিন আহমেদ, সায়মন ইমতিয়াজ, তাপসি ঘোষ, মামনুন চৌধুরী, সহেলী সেন, সুভদিপ দাস প্রিয় প্রমুখ।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302