• ১৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বিশ্বনাথে আমীর আলী হত্যা মামলায় গ্রেফতার ২, পুলিশি জিজ্ঞাসা বাদে স্বীকারোক্তি মূলক জবানবন্দি

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২৩, ২০২৩

স্টাফ রিপোর্টার : সিলেটের বিশ্বনাথ উপজেলার সৎপুর গ্রামের আমির আলী হত্যা মামলায় দুইজন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা জাহিদুল ইসলামের সাথে কথা বললে তিনি জানান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামলাটির তদন্তভার আমাকে দেওয়ার পরে মামলার বাদী সালমা বেগমের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি।

বাদীর জবানবন্দি মোতাবেক দৃত আসামী সুজন মিয়ার ব্যবহৃত মোবাইল নাম্বার তথ্যপ্রযুক্তির মাধ্যমে তার অবস্থান নিশ্চিত হয়ে উক্ত থানার সহযোগিতায় মৌলভীবাজার থানার ভুজবল নামক স্থান থেকে বোধবার দুপুর আনুমানিক ১২.৪৫ মিনিটের সময় গ্রেফতার করতে সক্ষম হই। পরবর্তীতে আমরা তাকে বিশ্বনাথ থানায় নিয়ে আসি। আমাদের উর্ধতন কর্মকর্তা সহ তাকে ব্যপক জিজ্ঞাসা বাদের পর ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। তার স্বীকারোক্তি মূলক জবানবন্দির ভিক্তিতে রাত আনুমানিক ৯:০০ ঘটিকার সময় নিশি কান্ত পালকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করতে সক্ষম হই।

আমাদের উপস্থিতি টের পেয়ে অপর আসামী প্রভাত কান্ত পাল পালিয়ে যায়। তাকে সহ এই হত্যার সাথে জড়িত সবাইকে গ্রেফতার করতে আমাদের সব ধরনের চেষ্টা অব্যাহত রয়েছে। মামলার তদন্তের স্বার্থে এই মূহুর্তে আর কোন কিছু বলা যাবেনা বলে জানান তিনি।

উল্লেখ্য যে বিগত ১৭/০২/২০২৩ ইং তারিখে বাসীয়া নদীর তীর থেকে সৎপুর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আমির আলীর লাশ উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে নিহতের স্ত্রী সালমা বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং ১২।