• ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৮ই রজব, ১৪৪৬ হিজরি

মাধবপুরে স্কুল ছাত্রীর আত্মহত্যা,ধর্ষকদের গ্রেপ্তারের জন্য ৪৮ ঘন্টার আল্টিমেটাম

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২৬, ২০২৩
মাধবপুরে স্কুল ছাত্রীর আত্মহত্যা,ধর্ষকদের গ্রেপ্তারের জন্য ৪৮ ঘন্টার আল্টিমেটাম

মাধবপুর, হবিগঞ্জ : হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া গ্রামের মর্তুজ আলীর মেয়ে ও উম্মেতুন্নেছা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মাসুমা আক্তারের আত্মহত্যার ঘটনায় জড়িত ধর্ষকদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে বিদ্যালয় কৃর্তপক্ষ ও দক্ষিণ হরিশ্যামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা লিমা আক্তার এবং এলাকাবাসীর উদ্যোগে বিদ্যালয়ের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার নির্মল চক্রবর্তী, থানার ওসি আব্দুর রাজ্জাকের উপস্থিতিতে পরে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য দেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আতিকুর রহমান আতিক, শিক্ষানুরাগী চৌধুরী ফজলে ইমাম সুমন, ম্যানেজিং কমিটির সদস্য সাইফুল ইসালম, উবায়েদ উল্লাহ, আবজল মেম্বার, এখলাছ সিরাজী। প্রতিবাদ সভায় মাসুমার মা কান্নায় ভেঙে পড়েন এবং নয়ন সহ ধর্ষকদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি বিকেলে আন্দিউড়া গ্রামের মর্তুজ আলীর মেয়ে মাসুমা আক্তার কিশোর-কিশোরী ক্লাবে গান শিখতে যায়। তাকে অপহরণের জোর চেষ্টা করা হয়। এ সময় ওই গ্রামের কয়েকজন বখাটে মাসুমাকে শারীরিক নির্যাতন করে। মাসুমা এ অপমান সইতে না পেরে ওইদিন সন্ধ্যায় বিষপান করে আত্মহত্যা করে। এ ঘটনায় মাসুমার বাবা মর্তুজ আলী বাদী হয়ে আত্মহত্যার প্ররোচনায় একটি মামলা দায়ের করেছেন।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আব্দুল করিম নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে