• ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৯শে রজব, ১৪৪৬ হিজরি

নাসিহা ফাউন্ডেশনের ‘তাদরীবুল কুরআন’ এর উদ্বোধন

admin
প্রকাশিত মার্চ ১, ২০২৩
নাসিহা ফাউন্ডেশনের ‘তাদরীবুল কুরআন’ এর উদ্বোধন

আসন্ন মাহে রমজান উপলক্ষে নাসিহা ফাউন্ডেশনের উদ্যোগে রমজান প্রজেক্ট ‘তাদরীবুল কুরআন’ এর উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বাদ যোহর নগরীর রায়নগর সোনারপাড়া জামে মসজিদে আলহাজ্ব আব্দুর রাকিব রকুর সভাপতিত্বে ও হাফিয মাওলানা আশরাফুদ্দীন চৌধুরীর পরিচালনায় উদ্বোধন করেন নাসিহা ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি শাইখ হাবিব নূহ।

এসময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট মুরব্বী রফিকুর রহমান কজু, রমজান প্রজেক্ট এর সহ সভাপতি আব্দুর রব সায়েম, সাধারণ সম্পাদক মাসুম আহমদ, সাংবাদিক মাওলানা আতিকুর রহমান নগরী, মাওলানা আব্দুর রহমান, ব্যবসায়ী দিলদার হোসেন প্রমুখ।

উল্লেখ্য, মাহে রমজানে মাসব্যাপী ১০টি কেন্দ্রে শিশু, যুবক ও মুরব্বীদের ফ্রি কুরআন শিক্ষা প্রদান করা হবে।