• ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৮ই রজব, ১৪৪৬ হিজরি

২৭টি ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দের কাছে ভোট চাইলে শামীম আহমদ চৌধুরী

admin
প্রকাশিত মার্চ ৫, ২০২৩
২৭টি ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দের কাছে ভোট চাইলে শামীম আহমদ চৌধুরী

সিলেট মহানগর বিএনপির সম্মেলন আগামী ১০ই মার্চ শুক্রবার ২০২৩ইং সিলেট রেজিস্টারী মাঠে অনুষ্ঠিত হবে। এতে সিলেট মহানগর বিএনপির ২৭টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ সম্মানিত কাউন্সিলর বৃন্দকে ভোট, দোয়া ও সহযোগীতা চাইলেন ৩নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মোঃ শামীম আহমদ চৌধুরী।

রোববার (৫ মার্চ) দুপুরে এক বিপ্ততিতে মোঃ শামীম আহমদ চৌধুরী বলেন, সাবেক সাধারণ সম্পাদক, সভাপতি পদপ্রার্থী নাসিম হোসাইন, ৬নং ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ফরহাদ চৌধুরী শামীম, সাধারণ সম্পাদক পদপ্রার্থীর জন্য সিলেট মহানগর বিএনপির সকল কাউন্সিলরদের প্রতি ভোট ও সহযোগীতা কামনা করেন। তিনি আরো বলেন মহানগর বিএনপির সম্মেলনের সকল প্রার্থী বিএনপির ১০ দফা দাবি, খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতি সহ গণতন্ত্রের মুক্তির জন্য সকলেই সংগ্রাম ও বিক্ষোভ সমাবেশ মিছিল করে যাচ্ছেন। মহানগর বিএনপিকে শক্তিশালী করতে প্রয়োজন যোগ্য নেতৃবৃন্দের প্রয়োজন।