বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চলের ৭৩ তম স্কাউট লিডার বেসিক কোর্সের উদ্বোধনী রাজা গিরিশচন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ে সিলেট মেট্রোঃ জেলা কমিশনার ও প্রধান শিক্ষক রাজা গিরিশচন্দ্র মাধ্যমিক বিদ্যালয় মোহাম্মদ আবদুল মুমিতের সভাপতিত্বে প্রধান অতিথি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সিলেট অঞ্চলের উপ পরিচালক জাহাঙ্গীর কবীর আহম্মেদ বলেন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট নাগরিক প্রয়োজন আর দেশ ও জাতির কল্যাণে স্মার্ট নাগরিক গড়তে স্কাউট অগ্রনি ভূমিকা পালন করতে পারবে।
বিশেষ অতিথি হিসেবে যুক্তরাজ্য কেমডেন কাউন্সিলের ডেপুটি মেয়র নাজমা রহমান বলেন আদর্শ নাগরিক তৈরিতে স্কাউট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বিশ্বব্যাপী,নিয়ম নীতি ও সুশৃঙ্খলতায় স্কাউট অন্যন্য উদাহরণ।
প্রধান স্কাউট বক্তিত্ব হিসেবে বক্তব্য রাখেন সিলেট অঞ্চলের সম্পাদক মুবিন আহমদ জায়গীরদার,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট পাইলট উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক কবির খান,দি এইডেড হাই স্কুল প্রধান শিক্ষক মো শমশের আলী, রসময় মেমোরিয়াল হাই স্কুল প্রধান শিক্ষক রফিকুল আলম।
সঞ্চালনা করেন মেট্রোঃ স্কাউট সম্পাদক মো জিয়াউর রহমান। বক্তব্য রাখেন মতিউর রহমান, ডা. সিরাজুল ইসলাম,ফৌজিয়া আক্তার প্রমুখ।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302