• ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৮ই রজব, ১৪৪৬ হিজরি

হবিগঞ্জে ছাত্রদল নেতা জাহিদুল ইসলামের বাড়িতে পুলিশের তল্লাশীর নামে হয়রানী

admin
প্রকাশিত মার্চ ১১, ২০২৩
হবিগঞ্জে ছাত্রদল নেতা জাহিদুল ইসলামের বাড়িতে পুলিশের তল্লাশীর নামে হয়রানী

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলামের বাসায় পুলিশের তল্লাশির নামে হয়রানী চালিয়েছে। গত ১০ মার্চ ২০২৩ সাল রাতে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চেগানগর গ্রামে জাহিদুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায়, ২০১৮ সালে চুনারুঘাট থানা এবং ২০২১ সালে হবিগঞ্জ সদর মডেল থানায় ছাত্রদল নেতা জাহিদুল ইসলামের বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি রয়েছে। তাই পুলিশ তাকে গ্রেফতার করার জন্য হন্য হয়ে খুজিতেছে। পুলিশ জাহিদুল ইসলামকে গ্রেফতার করার জন্য তার বাড়িতে তল্লাশী নামে পরিবারের সদস্যদেরকে হয়রানী করছে।

জাহিদুল ইসলামের মা অভিযোগ করে বলেন, আমার প্রবাসী ছেলে ছাত্রদল করার কারণে আমার বাড়িতে পুলিশ তল্লাশী চালিয়ে ভাংচুর, ভয়ভীতি প্রদর্শন করেছে। বিগত সময়ে রাজনৈতিক ভাবে দায়েরকৃত আমার ছেলের বিরুদ্ধে একাধিক মামলার গ্রেফতারী পরোয়ানা জারি রয়েছে। আমার ছেলে প্রবাসে থাকার পরও পুলিশ আমাকে ও আমার পরিবারের অন্যান্য সদস্যদেরকে বিভিন্নভাবে হয়রানি করছে। পুলিশ আমাকে হুমকি-দামকি দেয়। আমার ছেলেকে যেখানে পাবে ক্রসফায়ার করে হত্যা করবে বলে আমাকে হুমকি দিয়ে বাড়ি থেকে চলে যায়। এ ঘটনায় জাহিদুল ইসলামের পরিবার চরম আতংকের মধ্যে জীবনযাপন করছে। তিনি আইনশৃঙ্খলার উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট সহযোগীতা কামনা করেন।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ছাত্রদল নেতা জাহিদুল ইসলামের বিরুদ্ধে দুটি মামলায় গ্রেফতারী পরোয়ানা জারি থাকায় পুলিশ তার বাড়িতে তল্লাশী চালায়। তাকে গ্রেফতার করার পুলিশ অনেক খুঁজাখুঁজি করছে। আইনশৃঙ্খলা যাতে বিঘ্নিত না হয় সেজন্য গ্রেফতারের অভিযান চালানো হয়।