
রাজনগর প্রতিনিধিঃ রাজনগর উপজেলার টৈংরা বাজার বাস স্ট্যান্ডে স্থানীয় এলডিপি কর্মী মোঃ রাজু মিয়ার উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় ছাত্রলীগের একটিদল দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে প্রকাশ্যে এই হামলা চালিয়েছে। হামলায় মোঃ রাজু মিয়া গুরুতর রক্তাক্ত আহত হয়েছেন। ১১ মার্চ শনিবার বিকাল ৫টায় টেংরা বাজার বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনাটি ঘটে। আহত মোঃ রাজু মিয়া এলডিপি টেংরা ইউনিয়ন শাখার সদস্য ও টেংরা গ্রামের মোঃ আকলিছ মিয়ার পুত্র। পরে তাকে উদ্ধার করে সিলেট জালালাবাদ রাগিব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, রাজনৈতিক পূর্ব বিরোধের জের ধরে ঘটনার দিন সকালে স্থানীয় টেংরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তুলিপ এর নেতৃত্বে কয়েকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এলডিপি কর্মী মোঃ রাজু মিয়ার বাড়িতে যায়। খবর পেয়ে প্রাণ বাঁচাতে মোঃ রাজু মিয়া বাড়ি থেকে গোপনে পালিয়ে যায় তার বোনের বাড়ি ভানুর মহল গ্রামে। এদিকে ছাত্রলীগের ঐ দলটি বাড়িতে গিয়ে সন্ধান করে তাকে না পেয়ে জোরপূর্বক তার বসতঘরে ঢুকে এলোপাতাড়ি হামলা চালিয়ে আসবাবপত্র ভাংচুর করে, এসময় তার বাবা, মা বাধা দিতে গেলে হামলাকারীরা তাদেরকে মারধর করে এবং হুমকী দিয়ে যায়। এই ঘটনার খবর পেয়ে ঐদিন বিকালে মোঃ রাজু মিয়া বাসযোগে ভানুর মহল থেকে বাড়ি ফিরছিল। বিকাল ৫টার দিকে স্থানীয় টেংরা বাজার বাসস্ট্যান্ডে গাড়ি থেকে নামার পর সেখানে পূর্ব থেকে উৎপেতে থাকা তুলিপ ও তার বাহিনীর লোকজন মোঃ রাজু মিয়ার উপর হামলা চালায়। প্রাণ বাঁচাতে সে দৌড়ে পালাবার চেষ্ঠা করলে সন্ত্রাসীরা তাকে ধাওয়া দিয়ে ধরে ফেলে। সন্ত্রাসীরা হকিস্টিক, লোহার রড, পাইপ ও ধারালো অস্ত্র দিয়ে তার উপর হামলা চালায়। হামলাকারীরা লাঠি দিয়ে তার পিঠে আঘাত করে, ধারালো অস্ত্র দিয়ে তার পায়ে কুপ দিয়ে রক্তাক্ত জখম করে এবং হকিস্টিক দিয়ে মাথায় আঘাত করলে তার মাথা ফেটে যায়। সে তখন চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ে যায়। তার চিৎকার শুনে বাজারের লোকজন ছুটে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে লোকজন তাকে রক্তাক্ত আহত অজ্ঞান অবস্থায় উদ্ধার করে সিলেট জালালাবাদ রাগিব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এ ঘটনার বিষয়ে জানতে চাইলে রাজনগর থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান বলেন, এই ঘটনার বিষয়ে এখনো কেউ থানায় কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302