• ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১০ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

মিফতাহ্ সিদ্দিকী’র কৃতজ্ঞতা প্রকাশ

admin
প্রকাশিত মার্চ ১৪, ২০২৩
মিফতাহ্ সিদ্দিকী’র কৃতজ্ঞতা প্রকাশ

সিলেট মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী মহানগর বিএনপির নেতাকর্মীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। মঙ্গলবার (১৪ই মার্চ) রাত ৭টায় নগরীর একটি কমিউনিটি সেন্টারে এই কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

“গণতন্ত্র উত্তরণের পথে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই” শ্লোগানে সহযোদ্ধা ও সহকর্মীদের উপস্থিতিতে মহানগর বিএনপি নেতা সালেহ আহমদ খসরুর প্রাণবন্ত পরিচালনায় গত ১০ই মার্চ কাউন্সিলে সভাপতি প্রার্থী ও মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী এ সময় বক্তব্য রাখেন।

বক্তব্যে মিফতাহ্ সিদ্দিকী নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন, “বিগত দিনে রাজনৈতিক সকল আন্দোলন, সংগ্রামে আপনারা আমার পাশে ছিলেন, সাহায্য সহযোগিতা করেছেন। সদ্য কাউন্সিলে আপনারা যে অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসা দেখিয়েছেন তাঁর জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আগামীতে গণতন্ত্র পুনঃরুদ্ধার, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও মৌলিক অধিকারের লড়াইয়ে আপনাদের নিয়ে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকবো ইনশাল্লাহ। আমি সিলেট মহানগর বিএনপির নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।”

এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপি নেতৃবৃন্দ, ২৭টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।