স্টাফ রিপোর্টার: সিলেটের গোলাপগঞ্জে ফুলবাড়ি ইউনিয়নের মাইজভাগ গ্রামে আলোচিত কামিল চৌধুরী হত্যা মামলা প্রধান আসামী ছাব্বির আহমদের বাড়িতে মামলার বাদির উপস্থিতিতে পুলিশ তল্লাশি ও ভাংচুর চালিয়েছে। গত ১৭ মার্চ ২০২৩ রাত ১০টায় সিলেটের গোলাপগঞ্জে পলাতক আসামী ছাব্বির আহমদের বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, গত ২০২৩ সালের ১৫ মার্চ সিলেটের গোলাপগঞ্জের মধ্যবাজারে একটি দোকানে সন্ত্রাসীরা প্রকাশ্যে চাঁদাবাজি ও হামলা চালায়। এ খবর শুনে বাজারের সভাপতি কামিল চৌধুরী বাজার কমিটির অন্যান্য সদস্যদের নিয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিবাদ করেন। বাজারের সভাপতি কামিল চৌধুরী চাঁদাবাজ ও সন্ত্রাসী বিরুদ্ধে বিভিন্ন সময় মানববন্ধন করে আসছিল। এঘটনায় ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসীরা কামিল চৌধুরীকে হত্যা করার জন্য সুযোগ খুজছে। তিনি ব্যবসা প্রতিষ্ঠানর থেকে বাড়ি যাওয়ার পথে পূর্ব থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা দেশীয় দাড়ালো অস্ত্রসস্ত্র দিয়ে কামিল চৌধুরীকে হত্যার উদ্দেশ্যে হামলা করে তিনি মারা গেছেন নিশ্চিত হয়ে সন্ত্রাসীরা ঘটনাস্থল ত্যাগ করে। মূর্মুষু অবস্থায় কামিল চৌধুরীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। কামিল হত্যা মামলার প্রধান আসামী ছাব্বির আহমদ এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে। হত্যা মামলায় ছাব্বির আহমদকে গ্রেফতার করার জন্য পুলিশ তার বাড়িতে তল্লাশী ও ভাংচুর করে। এ মামলায় পুলিশ তাকে গ্রেফতার করার জন্য হন্য হয়ে খুঁজিতেছে।
গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, কামিল চৌধুরী হত্যা মামলার প্রধান আসামী ছাব্বির আহমদ পলাতক থাকার কারণে তাকে গ্রেফতার করার জন্য তার বাড়িতে পুলিশ তল্লাশী চালিয়েছে। তাকে গ্রেফতার করার জন্য পুলিশ অনেক খুঁজাখুঁজি করছে। তাকে গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তি দিতে আইনশৃঙ্খলাবাহিনীর গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302