• ১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

বিএনপি নেতা নুরুল ইসলামের মৃত্যুতে আহমেদ আলী মুকিবের শোক

admin
প্রকাশিত মার্চ ১৯, ২০২৩
বিএনপি নেতা নুরুল ইসলামের মৃত্যুতে আহমেদ আলী মুকিবের শোক

হবিগঞ্জের বানিয়াচং উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি’র কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সৌদি আরব বিএনপি’র সভাপতি আহমেদ আলী মুকিব।

রোববার এক শোকবার্তায় আহমেদ আলী মুকিব বলেন, মরহুম নুরুল ইসলাম সাহেব বানিয়াচং উপজেলা বিএনপিকে এগিয়ে দেওয়ার জন্য দীর্ঘ দিন নিরলস পরিশ্রম করেছেন। দলের দুঃসময়ে অনেক ত্যাগ শিকার করেছেন। যৌবনের পুরো সময়টাই দলকে বিলিয়ে দিয়েছেন।
দেশের এই দুঃসময়ে উনার চির বিদায়ে বিএনপি’র অপূরণীয় ক্ষতি হয়েছে।

জননেতা আহমেদ আলী মুকিব বলেন, প্রবীণ বিএনপি নেতা নুরুল ইসলাম সাহেবের মৃত্যুতে বানিয়াচং বিএনপি পরিবার হারিয়েছে একজন দল প্রেমিক নিবেদিত নেতা ও অভিভাবক।

শোক বার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।