• ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে শাবান, ১৪৪৬ হিজরি

বাংলাদেশ ও সিশেলস’র মধ্যাকার খেলা শুরু

admin
প্রকাশিত মার্চ ২৫, ২০২৩
বাংলাদেশ ও সিশেলস’র মধ্যাকার খেলা শুরু

একুশেনিউজ : বাংলাদেশ ওসি সেলস এর মধ্যকার ফুটবল ম্যাচ শুরু হয়েছে। শনিবার (২৫ মার্চ) বিকাল ৩ টা ৫০ মিনিটে সিলেট জেলা স্টেডিয়ামে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংসদ সদস্য গাজি নাবিল আহমদ। এসময় উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. মজিবর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বাফুফের সদস্য মাহি উদ্দিন সেলিম।

অতিথিবৃন্দ সিলেট জেলা স্টেডিয়ামে খেলোয়ারদের সঙ্গে পরিচিত হন। এরপর বেলুন উড়িয়ে খেলার সময় সূচনা করেন। এরআগে উভয় দেশের জাতীয় সংগীত অনুষ্ঠিত হয়।

খেলার প্রথমার্ধে অধিনায়ক জামাল ভূঁইয়ার নেতৃত্বে বাংলাদেশ দল ও স্টেনিও স্টেভে বেনইট মারৈ’ নেতৃত্বে সিশেলস দল ক্রীড়া নৈপুণ্য দেখিয়ে পরস্পরের মোকাবেলা করছে।