জুড়ী প্রতিনিধি: মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় স্থানীয় ভুয়াই বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের খবর পাওয়া গেছে। এসময় ৫টি দোকানে হামলা ভাংচুর এবং বেশ কয়েকটি হাত বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এ ঘটনায় একজন নিহত এবং ১০ জন আহতের খবর পাওয়া গেছে।
গত ৫ এপ্রিল ২০২৩ তারিখে (বুধবার) বেলা ১১ ঘটিকার দিকে ভুয়াই বাজারে এ সংঘর্ষ হয়েছে বলে জানিয়েছেন জুড়ি থানার ওসি মো: হাসান জামান। তিনি জানান স্থানীয় প্রভাবশালী দুটি গ্রপ মাখন মিয়া ও মনসুর আহমদ গ্রপ দীর্ঘদিন থেকে নিজেদের মধ্যে আধিপত্য বিস্তার ও বিভিন্ন বিষয় নিয়ে বিরূধ চলিয়া আসিতেছে।
সংঘর্ষ চলাকালীন সময়ে মাখন মিয়ার চাচাতো ভাই মৃত জমশেদ মিয়ার ছেলে মোস্তফা মিয়া (৪৫) মাথায় গুরুত্বর আঘাত প্রাপ্ত হইলে তাকে দ্রত কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপেক্স এ নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়াও এ ঘটনায় উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন বলে জানা যায়। মোস্তফা মিয়া নিহতের ঘটনায় গত ৭ এপ্রিল মাখন মিয়া বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত নামা ৩৫ জনের বিরুদ্ধে জুড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার আসামিরা সবাই মনসুর আহমদ গ্রপের সদস্য বলে জানা যায়। মামলার আসামিরা হলেন- মনসুর আহমদ, তপু চন্দ্র দাস, পুলক দাস, শেফুল মিয়া, আলী হোসেন, সবুজ মিয়া, শাকিল মিয়া ও রাজিব চন্দ্র দাস, সন্তোষ বিশ্বাস ও শাকিল মিয়া সহ অজ্ঞাতনামা আরো ৩৫ জন।
ঘটনার বিষয়ে জুড়ি থানার অফিসার ইনচার্জ জনাব হাসান জামান জানান, আসামিরা সবাই পলাতক রয়েছে। তাদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302