সম্প্রতি ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সিলেটের সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সাবেক সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী লিটনের উপর আনিত নারী ও শিশু যৌন নিপিড়নের মারাত্মক অভিযোগ উঠায় সিলেটের সাংস্কৃতিক অঙ্গনের প্রায় সকলেই স্তম্ভিত হয়েছেন এবং ক্ষোভে ফুঁসে উঠেছে সিলেটের সাংস্কৃতিক, রাজনৈতিক, সামাজিক ও সচেতন নাগরিকবৃন্দ।
চারণ সাংস্কৃতিক কেন্দ্র সিলেটের আহ্বায়ক নাজিকুল ইসলাম রানা আজ মঙ্গলবার এক বিবৃতিতে বলেন নারী ও শিশুর সামাজিক নিরাপত্তা ও মর্যাদার ব্যাপারে আমরা সবসময় সর্বোচ্চ গুরুত্ব প্রদানে আন্তরিক এবং সেইসাথে নারী ও শিশুর প্রতি যেকোন অন্যায়ের বিুেদ্ধে আপোষহীন লড়াইয়ে অবিচল।
আমরা উপর্যুক্ত ঘটনার তীব্র নিন্দা জানাই এবং অভিযোগের বিষয়গুলো দ্রæত আমলে নিয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে যথাযথ কর্তৃপক্ষের জোরালো উদ্যোগ গ্রহণ করার জোর দাবি জানাই এবং সেই সাথে অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করারও দাবি করছি। একইসাথে নির্যাতিতদের নিরাপত্তা নিশ্চিতে কর্তৃপক্ষের কার্যকরী উদ্যোগ প্রত্যাশা করছি।
আমরা মনে করি একজন বা গুটিকয়েক কুরুচিপূর্ণ বা দুষ্কর্মকারী ব্যাক্তির জন্যে গোটা সাংস্কৃতিক অঙ্গনে গড়ে উঠা আস্থার পরিবেশ বিনষ্ট হতে পারে না। ইতিমধ্যেই সিলেটের বিভিন্ন স্তরের সংস্কৃতিকর্মী সংগঠন এই অযাচিত এবং অত্যন্ত গর্হিত ঘটনার বিরুদ্ধে সম্মিলিতভাবে সোচ্চার হয়ে উঠেছে। আমরা এই প্রতিবাদকে শ্রদ্ধা জানাই। যেকোন অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের এই চেতনা যত শানিত হবে ততোই জাতির ললাট থেকে দূরীভূত হবে অন্যায়ের আস্ফালন।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302