• ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৯শে রজব, ১৪৪৬ হিজরি

দেশসেরা হাফেজ মেজরটিলার মারকাজুত তাহফিজের কামিল

admin
প্রকাশিত এপ্রিল ২০, ২০২৩
দেশসেরা হাফেজ মেজরটিলার মারকাজুত তাহফিজের কামিল

কুরআন নাজিলের মাস রমজানের বিদায়লগ্নে সিলেটবাসীর জন্য গৌরব আর সুনাম কুড়িয়ে আনলো সিলেট নগরের মেজরটিলায় অবস্থিত মারকাজুত তাহফিয ইন্টারন্যাশনাল মাদরাসা’ মেজরটিলা সিলেট।

পবিত্র রমজান উপলক্ষে বেসরকারি টেলিভিশন চ্যানেল ২৪ এ আয়োজিত ‘সময়ের সেরা হাফেজ’ কোরান প্রতিযোগিতা ২০২৩’-এ চ্যাম্পিয়ন হয়েছেন সিলেটের গর্বিত সন্তাান আব্দুল আহাদ কামিল। দেশসেরা কামিল সিলেট নগরীর মেজরটিলায় অবস্থিত মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনার মাদরাসা সিলেট শাখার ছাত্র।

আব্দুল আহাদ কামিল সিলেটের জৈন্তাপুর উপজেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের রাংপানি গ্রামের আব্বাস মিয়া’র ছেলে।

সারাদেশ থেকে অংশগ্রহণকারী হাজারো প্রতিযোগীকে পেছনে ফেলে তিনি দেশসেরা হয়েছেন। সম্প্রতি তিনি মাননীয় সংসদ সদস্য এবাদুল করিম বুলবুল। তালাত মামুন ‘নির্বাহী পরিচালক: চ্যানেল ২৪।

বাংলাদেশ ইমাম সমিতির সভাপতি ও কিউ.এস মাল্টিমিডিয়ার চেয়ারম্যান হাফিজ মাওলানা লুৎফুর রহমান। ইরানের ফারহাঙ্গিয়ান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও প্রখ্যাত ক্বারী ড. মুস্তফা ক্বাসেমী’র হাত থেকে সে পুরস্কার হিসেবে ২ লক্ষ টাকার চেক গ্রহণ করেছে।

এছাড়াও এই একই মাদ্রাসার ছাত্র আজহারুল ইসলাম উসামা ২০২২ সালে দেশের জনপ্রিয় টিভি’ আর’টিভি’র আলোকিত কোরান প্রতিযোগিতায় হাজারো প্রতিযোগী’কে পেছনে ফেলে প্রথম স্থান অধিকার করেছে। এবং এটাই ছিলো সিলেটের ইতিহাসে প্রথম স্থানের সর্বপ্রথম অর্জন।

তাদের এই কৃতিত্বের ব্যাপারে মারকাজুত তাহফিয ইন্টারন্যাশনাল মাদরাসার প্রিন্সিপাল আবু সালেহ মওদুদ আহমেদ বলেন, ‘মাদরাসা থেকে ২০২২ সালে এনটিভির পিএইচপি কুরআনের আলো ২০২২’এ হাফিজ লুকমান আহমদ এবং চ্যানেল ২৪-এ হাফেজ নাহিয়ান আহমেদ তাকি অংশগ্রহণ করে সাফল্য অর্জন করে। এছাড়াও এই বছর অর্থাৎ ২০২৩ সালে চ্যানেল ২৪ এ সেরা হাফেজ প্রতিযোগিতায় আব্দুল আহাদ কামিল প্রথম স্থান। আর’টিভি আলোকিত কোরানে নাহিয়ান আহমদ তাকী’ অংশ গ্রহন করে।