• ২০শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নগরবাসীকে আব্দুর রহমান জামিল এর ঈদ শুভেচ্ছা

admin
প্রকাশিত এপ্রিল ২১, ২০২৩
নগরবাসীকে আব্দুর রহমান জামিল এর ঈদ শুভেচ্ছা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেট মহানগরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগর শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক, রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের সেক্রেটারি ও অনলাইন নিউজ পোর্টাল সিলেটের বার্তা টুয়েন্টি ফোর ডটকম এর সম্পাদক ও প্রকাশক মোঃ আব্দুর রহমান জামিল।

তিনি এক শুভেচ্ছা বার্তায় মহানগরবাসীসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন এর নেতাকর্মী, রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের সকল কর্মকর্তা-কর্মচারীসহ সিলেটবাসীর জীবনে ঈদ যেনো বয়ে আনে অনাবিল সুখ- শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি। এই কামনা করেছেন।

ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক জানানোর পাশাপাশি মোঃ আব্দুর রহমান জামিল বলেন, ঈদুল ফিতর মুসলিম জাহানের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মাসব্যাপী সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মধ্যে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর।

ঈদ সব শ্রেণী-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। এই বন্ধন যেনো হয়ে উঠে আরও সুদৃঢ়। ঈদ মুবারক।