• ২০শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মেয়র হিসেবে নয় জনগণের বন্ধু হিসেবে নিজেকে উপস্থাপন করবো: মাহমুদুল হাসান

admin
প্রকাশিত এপ্রিল ২৮, ২০২৩
মেয়র হিসেবে নয় জনগণের বন্ধু হিসেবে নিজেকে উপস্থাপন করবো: মাহমুদুল হাসান

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী হাফিজ মাওলানা মাহমুদুল হাসান এলএল.বি ২৮ এপ্রিল শুক্রবার জুমার নামাজ নগরীর ৩৯ নং ওয়ার্ডের টুকের বাজার কেন্দ্রীয় জামে মসজিদে আদায় করে মুসল্লী ও এলাকাবাসীর সাথে কুশল বিনিময় করেন। পরে টুকের বাজার এলাকায় এবং বাজারে ব্যবসায়ী এবং এলাকাবাসীর সাথে সাক্ষাৎ করেন এবং দোয়া নেন, এসময় তিনি বলেন আমি জনগণের শাসক নয় বন্ধু হতে চাই। বন্ধু হয়ে বন্ধুর মত জনগণের পাশে থাকতে চাই। জনগণের দাবি-দাওয়া কাছে থেকে দেখে শুনে বাস্তবায়ন করতে চাই। জনগণের জন্য একটি উন্নত আধুনিক ও আদর্শ নগর হিসাবে সিলেট সিটিকে গড়তে চাই।

এসময় তিনি তাদের দাবি-দাওয়া আশা- আকাঙ্ক্ষার কথা শুনেন। তিনি নির্বাচিত হলে আন্তরিকতার সাথে কাজ করে তা বাস্তবায়নের আশ্বাস দেন।

এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর জয়েন্ট সেক্রেটারী মাওলানা আব্দুস শহীদ, শ্রমিক আন্দোলন সিলেট জেলা সাধারণ ক্বারি আব্দুল হান্নান সহ জালালাবাদ থানা ও ৩৯ নং ওয়ার্ড নেতৃবৃন্দ।