নিজস্ব প্রতিবেদক : জালালাবাদ থানাধীন কালীবাড়ি সংলগ্ন তেমুখি পয়েন্টে শহিদ গ্রুপ ও মেয়র আরিফুল হক চৌধুরী গ্রুপের মধ্যে ক্ষমতার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ সংঘটিত হয়। এতে গুলি বিদ্ধ হয়ে শহিদ গ্রুপের কর্মী তার ভাতিজা আব্দুল হামিদ মারা যায়। এবং উভয় পক্ষের অনেকেই আহত হয়।
এব্যাপারে শহিদ আহমদের সাথে কথা বললে তিনি জানান যে, প্রতিদিনের ন্যায় আমার ভাতিজা এখানে বসে আমার গ্রুপের নেতাকর্মীদের সাথে রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করছিল। হঠাৎ করে মেয়র আরিফুল হক চৌধুরী গ্রুপের নেতাকর্মীরা পূর্ব পরিকল্পিত ভাবে গত সোমবার আনুমানিক বিকাল ৪ (চার) ঘটিকায় আমার গ্রুপের নেতাকর্মীদের উপর হামলা চালায়। অমলেন্দু দেব,অমিত দেব,অনুপ দেব সহ প্রায় ১০/১৫ জন লোক এলোপাতাড়ি ভাবে মারধর করতে থাকে এবং আমার ভাতিজা আব্দুল হামিদ গুলিবিদ্ধ হয়ে মারা যায়। আমি বাদি হয়ে তারা তিনজনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাত আরও ১০/১২ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছি। আমি আমার ভাতিজা হত্যার বিচার চাই।
এই বিষয়ে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বললে তিনি বলেন যে, শহিদ আহমদ বাদি হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। এজাহার নামীয় ৩নং আসামি অমলেন্দু দেব কে তার বাসা থেকে গ্রেফতার করতে সক্ষম হই। অন্যান্য আসামীদের গ্রেফতার করতে আমাদের সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। খুব শীগ্রই তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হবে।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302