বিয়ানীবাজার প্রতিনিধি : সিলেটের বিয়ানীবাজার উপজেলার সারপার বাজারে আল-আমিন রেষ্টুরেন্টে আওয়ামী লীগ নেতা আবুল কাশেম পল্লবের নেতৃত্বে তার বাহিনীর সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। সন্ত্রাসী হামলায় হোটেল মালিক দুই সহোদরসহ ৩ জন আহত হয়েছেন। শুক্রবার (১৫ মে) বিকাল ৪টার দিকে এই ঘটনাটি ঘটে। হামলায় গুরুতর আহত দেলোয়ার হোসেন কে স্থানীয় ব্যবসায়ীরা উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছে। আহত রেষ্টুরেন্ট মালিক আব্দুল্লাহ আল মামুন ও আবু সাঈদ হোসেন খান কে স্থানীয় ফার্মেসীতে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
জানা যায়, স্থানীয় আষ্টঘরি গ্রামের আব্দুল বারীর পুত্র দেলোয়ার হোসেন এর সাথে আওয়ামী লীগ নেতা আবুল কাশেম পল্লবের বিরোধ চলছিল। উক্ত বিরোধের জের ধরে ঘটনার দিন সারপার বাজারের আল-আমিন রেষ্টুরেন্টে বসা দেলোয়ার হোসেনের উপর পল্লবের নেতৃত্বে তার বাহিনীর ৭/৮জনের একটি দল অতর্কিত হামলা চালায়। তখন রেষ্টুরেন্টে থাকা অন্যান্য লোকজন দৌড়ে পালিয়ে যায়। হামলাকারীরা দেলোয়ার হোসেন কে বেদড়ক মারধর শুরু করে। এসময় দেলোয়ার হোসেন কে রক্ষা করতে রেষ্টুরেন্ট মালিক সহোদর ভাই আবু সাঈদ হোসেন খান ও আব্দুল্লাহ আল মামুন এগিয়ে আসেন। এতে ক্ষিপ্ত হয়ে হামলাকারী সন্ত্রাসীরা রেষ্টুরেন্ট মালিক আব্দুল্লাহ আল মামুন ও আবু সাঈদ হোসেন খান এর উপর হামলা চালায়। এতে আব্দুল্লাহ আল মামুন ও আবু সাঈদ হোসেন খান আহত হন। পরে স্থানীয় ব্যবসায়ীরা ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। তারা গুরুতর আহত দেলোয়ার হোসেন কে উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছে।
আহত রেষ্টুরেন্ট মালিক আব্দুল্লাহ আল মামুন ও আবু সাঈদ হোসেন খান কে স্থানীয় ফার্মেসীতে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302