বিয়ানীবাজার প্রতিনিধি : সিলেটের বিয়ানীবাজারের চন্দগ্রামে গৃহপরিচারিকা সুরিয়া বেগম ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামী আবু সুফিয়ান খাঁন কে গ্রেফতার করেছে থানা পুলিশ। ১১ জুন রবিবার রাত ৯টায় বিয়ানীবাজার পৌরশহরের দক্ষিণবাজারস্থ মনছুর ওয়েল এন্ড কোং নামক নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানাধীন তেলিহাওর গ্রামের অধিবাসী নুসরত আলী পরিবার নিয়ে দীর্ঘদিন থেকে বিয়ানীবাজার পৌরসভার চন্দগ্রামের করিম মিয়ার কলোনীতে বসবাস করছেন। তার কন্যা সুরিয়া বেগম (২২) চন্দগ্রামের মৃত মোঃ মনছুর উদ্দিন খাঁন এর বাড়িতে গৃহপরিচারিকার কাজ করতো। কিছুদিন পূর্বে ঐ বাড়ির চাকুরি থেকে তাকে বিদায় করে দেয়া হয়। এরপর থেকে সে পরিবারের সাথে বসবাস করছে। ১০ জুন দিবাগত রাতে পরিবারের অলক্ষ্যে অজ্ঞাত দূর্বৃত্তরা তাকে ঘর থেকে অপহরণ করে নিয়ে গিয়ে ধর্ষণের পর গলাটিপে হত্যা করে। পরে তার লাশ চন্দগ্রামের মৃত মোঃ মনছুর উদ্দিন খাঁন এর বাড়ির আঙ্গিনায় ফেলে রাখে। পরিদিন সকালে খোঁজাখুজি করতে গিয়ে তার লাশ পাওয়া যায়। এই ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে ঐদিন সন্ধ্যায় বিয়ানীবাজার থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ৫জনকে আসামী করা হয়। উক্ত মামলার ১নং আসামী চন্দগ্রামের মৃত মোঃ মনছুর উদ্দিন খাঁন এর পুত্র আবু সুফিয়ান খাঁনকে বিয়ানীবাজার পৌরশহরের তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে গ্রেফতার করে থানা পুলিশ। পরদিন তাকে আদালতে প্রেরণ করা হয়। মাননীয় আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেছেন।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302