• ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৮ই রজব, ১৪৪৬ হিজরি

জামালগঞ্জে যুবলীগ নেতা ইমরান ও রুবেলের নেতৃত্বে এমপি রতনের জন্মদিন পালন

admin
প্রকাশিত জুন ১৪, ২০২৩
জামালগঞ্জে যুবলীগ নেতা ইমরান ও রুবেলের নেতৃত্বে এমপি রতনের জন্মদিন পালন

জামালগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ, ধর্মপাশা, তাহিরপুর, মধ্যনগর) আসনের এমপি মোয়াজ্জেম হোসেন রতনের ৫১ তম জন্মদিন পালন করেছেন জামালগঞ্জ উপজেলা যুবলীগের সিনিয়র সদস্য ইমরান আলী তালুকদার, রুবেল আহমদ ও ক্ষমতাসীন দলের অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ এমপির অনুসারীরা।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সাচনা বাজার আওয়ামী লীগ কার্যালয়ে এমপির এই জন্মদিন পালন করা হয়।

প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন রতনের জন্মদিন উপলক্ষে দোয়া ও পরবর্তীতে কেক কেটে উৎসব মুখর পরিবেশে জন্মদিনের অনুষ্ঠান পালন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, যুব সমাজকে সঙ্গে নিয়ে মানুষের পাশে দাঁড়িয়ে হাওরাঞ্চলের উন্নয়ন ও স্মার্ট বাংলাদেশ গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এমপি মোয়াজ্জেম হোসেন রতন।

এসময় উপস্থিত ছিলেন, জামালগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক যুগ্ন আহ্বায়ক আবুল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান লিমন, জাতীয় শ্রমিকলীগ নেতা আকবর হোসেন, মোটরযান নেতা জাহাঙ্গীর হোসেন, ছাত্রলীগ নেতা মাসুদ রানা তালুকদার ও ইউপি যুবলীগ নেতা সত্যরঞ্জন দাসসহ আরো একাধিক নেতাকর্মী।

এছাড়াও শতশত নেতাকর্মী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমপি মোয়াজ্জেম হোসেন রতনের জন্মদিনে শুভেচ্ছা জানান এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।