একুশেনিউজ ডেস্ক : আর মাত্র দুদিন পরই সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন। শেষ পর্যায়ে জমে উঠেছে কাউন্সিলার প্রার্থীদের নির্বাচনী মাঠ। প্রতিদিনই ভোটারদের দুয়ারে দুয়ারে গিয়ে প্রার্থীরা নিজেদের প্রতীকে ভোট প্রার্থনা করছেন। সবকটি ওয়ার্ডেই একাধিক প্রার্থী রয়েছেন। প্রায় ওয়ার্ডে রয়েছেন প্রার্থীতায় বিভিন্ন দলেরও একাধিকজন। ব্যতিক্রম নয় সিসিকের ২২নং ওয়ার্ড।
এখানে একমাত্র স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন মো. দিদার হোসেন রুবেল (ঘুড়ি প্রতীক)। আওয়ামী লীগ ও সহযোগি সংগঠন থেকে রয়েছেন ৪ জন, সাবেক ছাত্রদল নেতা রয়েছেন ১জন এবং একটি ইসলামী সংগঠন থেকে রয়েছেন ১ প্রার্থী।
এই ওয়ার্ডের সাধারন ভোটাররা মনে করছেন আওয়ামী লীগের চার প্রার্থীর ভোট ভাগ-ভাটোয়ারা হয়ে গেলে যিনি একমাত্র স্বতন্ত্র প্রার্থী তিনিই নির্বাচনে এগিয়ে থাকবেন। আর এই স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘুড়ি প্রতীক নিয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছেন ২২ নং কাউন্সিলার প্রার্থী মো. দিদার হোসেন রুবেল। ইতোমধ্যে নির্বাচনী মাঠে দিদার রুবেলের এগিয়ে থাকার বেশ কিছু কারণের কথাও উঠে আসছে।
জানা যায়, ২২নং ওয়ার্ডে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন থেকে রয়েছেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছালেহ আহমদ সেলিম, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি চৌধুরী, মহানগর যুবলীগের সদস্য ইব্রাহিম খান সাদেক, ওয়ার্ড স্বেচ্ছানেবক লীগের সিনিয়র সহ-সভাপতি আবু জাফর।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302