• ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৮ই রজব, ১৪৪৬ হিজরি

হবিগঞ্জ নবীগঞ্জের আলোচিত মাদ্রকদব্য উদ্ধার মামলার রায় ঘোষণা: ১ জনের সাজা

admin
প্রকাশিত জুলাই ১৩, ২০২৩
হবিগঞ্জ নবীগঞ্জের আলোচিত মাদ্রকদব্য উদ্ধার মামলার রায় ঘোষণা: ১ জনের সাজা

জেলা প্রতিনিধি হবিগঞ্জ : হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলা শহরের ‘শিল্পী ষ্টোর’ থেকে পুলিশী অভিযানে অবৈধ মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় দায়েরকৃত মামলার রায় দীর্ঘ প্রায় ৪ বছর পর ঘোষণা করেছেন মাননীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত (স্পেশাল ট্রাইব্যুনাল) হবিগঞ্জ। ১২ জুলাই বুধবার দুপুর ১২টায় ঘোষিত রায়ে মাননীয় আদালত মামলার একমাত্র আসামী পিংকু দাশ কে দোষী সাব্যস্থ করে সাজা প্রদান করেছেন। সাজাপ্রাপ্ত আসামী পিংকু দাশ নবীগঞ্জ উপজেলার দূর্গাপুর গ্রামের পিযুষ দাশ এর পুত্র।

জানা যায়, ২০১৯ সালের ৮ আগস্ট বিকালে নবীগঞ্জ থানার এসআই মনির উদ্দিনের কাছে গোপন সংবাদ আসে নবীগঞ্জ বাজারে পিংকু দাশ এর মালিকানাধীন ‘শিল্পী ষ্টোর’ এ বিক্রয়ের জন্য অবৈধ মাদকদ্রব্য মজুদ রাখা হইয়াছে। গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই মনির উদ্দিন একদল পুলিশ নিয়ে ঐদিন বেলা ৪টার দিকে নবীগঞ্জ বাজারে শিল্পী ষ্টোরে অভিযান চালান। অভিযানকালে দোকানের ভিতর তল্লাশী করে ভারতীয় তৈরী অবৈধ ৫০ পিস ফেনসিডিল ও ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। এ সময় দোকানের মালিক পিংকু দাশ কে গ্রেফতার করা হয়। এই ঘটনায় ঐদিন থানার এসআই মনির উদ্দিন বাদী হয়ে পিংকু দাশ কে আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণন আইনে একটি মামলা করা হয়, মামলা নং ১৪।

উক্ত মামলার তদন্ত, সাক্ষীপ্রমাণ ও বিচারিক কার্যক্রম শেষে অবশেষে প্রায় ৪ বছর পর গত ১২ জুলাই অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত (স্পেশাল ট্রাইব্যুনাল) হবিগঞ্জ মাননীয় বিচারক মোঃ তারেক আহমদ রায় প্রদান করেন। ঘোষিত রায়ে আসামী পিংকু দাশ কে দোষী সাব্যস্থ করিয়া ৫ বছরের সশ্রম কারদন্ড ও ৩৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৩ মাসের করাদন্ড প্রদান করা হয়। রায় ঘোষণার সময় আসামী পিংকু দাশ পলাতক থাকায় আদালতে অনুপস্থিত ছিলেন।

রায়ের প্রতিক্রিয়ায় রাষ্ট্র পক্ষের আইনজীবি এডভোকেট মিনহাজ উদ্দিন বলেন, এই রায়ে আমরা সন্তুষ্ট। রায়ের মধ্য দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে।

আসামী পক্ষের আইনজীবি এডভোকেট নোমান মিয়া বলেন, রায়ে আমরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছি। আমার মক্কেলকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে।