নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক মফিজুল ইসলাম ভুইয়া, দীর্ঘ শুনানি শেষে সমস্ত সাক্ষ্য প্রমাণ পর্যালোচনা করে ১৩/০৭/২০২৩ ইং তারিখে রায় প্রদান করেন। আসামি লিটন আহমেদ, কামরুল হাসান, কোহিনূর আহমদ, শাহজাহান মিয়াকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। আসামি মঞ্জুর আহমদ, মোহাম্মদ আজহারুল ইসলাম মহালদার,শিপার আহমদ, দেলোয়ার হোসেন, আব্দুল খালিক,জহির মিয়া,শরীফ আহমদ, রাহাত খান মুন্না, মনসুর খানকে ১০ ( দশ) বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। কামাল আহমদ, আব্দুল বাছিত নাহির,আব্দুল করিমের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় অত্র মামলা হইতে বেখসুর খালাস দেওয়া হয়।
রাষ্ট্র পক্ষের আইনজীবী মফুর আলী জানান যে, আমরা ন্যায় বিচার পেয়েছি। পলাতক আসামি দেরকে গ্রেফতার করে রায় কার্যকর করার জোর দাবি জানাচ্ছি। আসামি পক্ষের আইনজীবী ছালেহ আহমদ জানান, আমার মক্কেল লিটন আহমেদ কে উদ্দেশ্য প্রনোদিত ভাবে এই মামলায় জড়ানো হয়েছে এবং তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে। আমার মক্কেল ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছে।
উল্লেখ্য যে, বিগত ২৭/০৮/২০২০ ইং তারিখে ক্ষমতার আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে শিবগঞ্জে দুই পক্ষের মারামারিতে আব্দুর রহমান গুরুতর আহত হয় এবং চিকিৎসাধীন অবস্থায় কিছু সময় পরে মারা যায়। তার বড় ভাই আব্দুল জব্বার বাদি হয়ে মামলা দায়ের করেছিলেন।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302