ছাতক প্রতিনিধি : গতকাল শুক্রবার ১৪ জুলাই ২০২৩ তারিখ রাত আনুমানিক ৮:৩০ টার দিকে সুনামগঞ্জের ছাতক থানাধীন কল্যানপুরস্থ ইসমাইল আলীর বসত বাড়িতে হামলার ঘটনায় তার ছেলে মো: খাদিম শাহ গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।
সূত্রে জানা যায়, একই গ্রামের রইছ আলী গংদের সাথে ইসমাইল আলীর দীর্ঘ দিনের শত্রুতার জন্য অত্র হামলা ও হতাহতের ঘটনা ঘটেছে।
[video width="656" height="480" mp4="https://ekusheynet.com/wp-content/uploads/2023/07/WhatsApp-Video-2024-12-11-at-12.37.12-AM.mp4"][/video]
নিহতের পরিবারের সাথে যোগাযোগ করিলে তারা জানান, রইছ আলি ও গৌছ গং তাহার রাজনৈতিকভাবে প্রভাবশালী এবং স্থানীয় এমপি মুহিবুর রহমান মানিকের ছত্রছায়ায় লালিত পালিত সন্ত্রাসী বাহিনি। তাহারা দীর্ঘদিন যাবত ইসমাইল আলির দোলার বাজারস্থ ব্যবসা প্রতিষ্টান ও বাড়িঘর সহ সহায় সম্পত্তি দখল করার পায়তারা করিয়া আসিতেছে।তারই জের ধরে রইস আলি, গৌছ আলী আমি ও সাথে তাদের ছেলেরা গতকাল রাত্রে হামলা করে ইসমাইল আলি সহ তাহার সকল সন্তানকে হত্যা করার চেষ্টা করেছে। ভাগ্যগুনে তারা বেঁচে গেলেও খাদিম শাহ এতে প্রাণ হারান।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এ বিষয়ে বলেন, যদি অভিযোগ আসে তদন্ত করে এই বিষয়ে কথা বলবেন বলে আমাকে জানান।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302