• ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৮ই রজব, ১৪৪৬ হিজরি

শ্রীমঙ্গলে মসজিদের ইমাম খুন, জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের

admin
প্রকাশিত জুলাই ২৮, ২০২৩

নিজস্ব প্রতিবেদক : শ্রীমঙ্গল থানার অন্তর্গত দক্ষিণ ভাড়াউড়া বায়তুস সালাম জামে মসজিদের ইমাম মো: সোলায়মান মিয়া খুন হওয়ার খবর পাওয়া যায়। জানা যায় ২৭ জুলাই ভোর পাঁচ ঘটিকার সময় হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। ফজরের নামাজের জন্য আগত মুসল্লীগন এবং বায়তুস সালাম জামে মসজিদের মোতাওয়াল্লী মো: হামিদ মিয়া জানান যে,আমরা ফজরের নামাজের জন্য মসজিদের অজু খানায় অজু করতে ছিলাম হঠাৎ মসজিদের ভেতর থেকে আর্তচিৎকার শুনতে পাই,সাথে সাথে আমরা নামাজে আগত মুসল্লীগন মসজিদের ভেতর যাই। আমাদের উপস্থিতি টের পেয়ে অলক পাল, অশোক পাল,সঞ্জয় পাল, এপোলো বনিক, পিনার দাশ হাতে দেশীয় অস্ত্র সহ দ্রুত মসজিদের ভেতর থেকে পালিয়ে যাচ্ছে দেখতে পাই । আমরা মসজিদের ভেতর গিয়ে দেখতে পাই ইমাম সাহেব গুরুতর আহত অবস্থায় কাতরাচ্ছেন। সাথে সাথে শ্রীমঙ্গল থানাকে অবহিত করি,পুলিশ এসে ইমাম সাহেব কে নিয়ে তারাতাড়ি করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লাশের ময়নাতদন্ত শেষে দাফন সম্পন্ন করে উল্লেখিত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য হত্যা মামলা দায়ের করি। আমাদের ইমাম হত্যার দৃষ্ঠান্ত মূলক শাস্তির দাবি জানাচ্ছি।

এব্যাপারে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো : জাহাঙ্গীর হোসেন সরদারের সাথে কথা বললে তিনি জানান যে, একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে এজাহার নামীয় আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হবে।