• ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৮ই রজব, ১৪৪৬ হিজরি

বিএনপি জামাতের অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে মাধবপুরে আ.লীগের বিক্ষোভ

admin
প্রকাশিত জুলাই ৩০, ২০২৩
বিএনপি জামাতের অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে মাধবপুরে আ.লীগের বিক্ষোভ

নাহিদ মিয়া, মাধবপুর প্রতিনিধি : বিএনপি জামাতের অগ্নিসন্ত্রাস নৈরাজ্য সকল ষড়যন্ত্রের প্রতিবাদে হবিগঞ্জের মাধবপুর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন আয়োজনের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

রোববার (৩০ জুলাই) বিকালে ৫টায় ‘বিএনপি জামাতের সন্ত্রাস, নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাস সকল ষড়যন্ত্রের প্রতিবাদে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন আয়োজনে একটি বিক্ষোভ মিছিল ঢাকা সিলেট মহাসড়কসহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়।

মাধবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আতিকুর রহমান আতিকের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সভাপতি মোঃ ফারুক পাঠানের সঞ্চালনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী (এমপি) বলেছেন, বিএনপি–জামাত মুক্তিযুদ্ধের যে অহংকার সব কিছু ধুলিসাৎ করেছে। বিএনপির নেতৃত্বেই স্বাধীনতা বিরোধী চক্র, যুদ্ধাপরাধীদের হাতে জাতীয় পতাকা তুলে দেয় হয়েছে।

প্রতিমন্ত্রী তিনি আরও বলেন, বিএনপি বিগত দিনে অগ্নি সন্ত্রাস করেছে। আমাদের শ্রমিকরা যারা ট্রাকে করে, বাসে করে চলাচল করেছে তাদের উপর পেট্রোল বোমা মেরেছে। আজকে যখন উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ, তখন আবার ষড়যন্ত্র চলছে খালেদা জিয়া ও তারেক জিয়ার নেতৃত্বে।তিনি বলেন, আওয়ামী লীগের একটি কর্মীও জীবিত থাকতে কোন ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না। তিনি বিএনপি জামাতের নৈরাজ্যেরে বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাধব রায়, আওয়ামী লীগ নেতা মোঃ আপন মিয়া, আশরাফুল আলম টিটু, সাব্বির হাসান, রফিক মিয়া, এরশাদ আলী, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান কুতুব, পৌর যুবলীগের আহ্বায়ক একরামুল আলম লেবু, পৌর যুবলীগ নেতা মোঃ নাহিদ মিয়া, জাতীয় শ্রমিক লীগ মাধবপুর উপজেলার সভাপতি সৈয়দ হাবিবুর রহমান, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক জামাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মোহন মিয়া, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আতাউস সামাদ বাবু, পৌর ছাত্রলীগের সভাপতি তুহিন রহমান, সাধারন সম্পাদক শাহ মোঃ ইফরান সহ প্রমূখ।