• ২১শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

তালতলা পয়েন্টে নারী জাগরণ মিছিলে পুলিশের উপর দূর্বৃত্তের ইট পাটকেট নিক্ষেপ-সংঘর্ষ

admin
প্রকাশিত আগস্ট ৪, ২০২৩

একুশে নিউজ ডেস্ক : সিলেট মহানগরের তালতলা পয়েন্টে নারী জাগরণ উপলক্ষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গত (০২ আগষ্ট) দিবসটি উপলক্ষে নারী জাগরণ সিলেট জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দরা মিছিল শুরু করে। মিছিলটি শেষ হওয়ার আগ মুহূর্তে পুলিশ এসে তাদের মিছিলে ভঙ্গ করে দেয়, এতে তারা পুলিশের সঙ্গে কথা কাটাকাটির জেরে দুপক্ষ সংঘর্ষে জড়িযে পড়েন। এসময় পুলিশ ও জাগরণের মধ্যে ইট পাটকেট নিক্ষেপ করা হয়। এতে দুপক্ষে প্রায় ৫০ জন লোক গুরুতর আহত হয়।

এ ঘটনায় এসআই মোহাম্মদ আলী বাদি কোতোয়ালী মডেল থানায় ২৩ জনের নাম উল্লেখ করে একটি বিস্ফোরক দ্রব্য উপাদানাবলি আইনে মামলা দায়ের করেন।

মামলা আসামীরা হলেন-আলী আহমদ, মাহবুবুর রব চৌধুরী, আবুল কাশেম, আলী হুসেন বাচ্চু, আল মামুন খান, মোঃ আকবর আলী, শেখ মঈন উদ্দিন, মোঃ সজিব, নাসিম হোসাইন, আবুল কাহের চৌধুরী শামীম, আতিক মিয়া, আলতাফ হোসেন সুমন, ফজলে রাব্বাী আহসান, কামিল আহমদ, আজিজুল আম্বিয়া তারেক, মোর্শেদ, সাইফুর রহমান, রনি, মোছা-সিমা বেগম, গোলাম আহমদ সেলিম চৌধুরী, আশরাফ, সাজু, মাছুম পারভেজ, সহ অজ্ঞাতনামা আরো ২০/৩০ জন।

এবিষয়ে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ বলেন, তালতলা পয়েন্টে নারী জাগরণের মিছিলে পুলিশের উপর হামলা করেছে দূর্বৃত্তরা। এতে আমাদের পুলিশ সদস্য অনেকেই আহত হয়েছেন। এ ঘটনা পুলিশ বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করে আইনে আওতায় আনা হবে। কেউ আইনের হাত থেকে রক্ষা পাবে না। আসামীদের গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে।