স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারে শ্রীমঙ্গল থানার জামশ্রী গ্রামের খালেক মিয়ার মেয়ে মুন্নি আক্তার হত্যা মামলার রায় প্রদান করা হয়।দীর্ঘ শুনানি ও যুক্তিতর্কের শেষে আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য বলিয়া প্রমাণিত হওয়ায় মাননীয় দায়রা ও জজ আদালত মৌলভীবাজারের বিচারক জনাব মো: মুজিবুর রহমান এই রায় ঘোষণা করেন।
আসামিগন পলাতক রয়েছে বিদায় তাদেরকে দ্রুত গ্রেফতার করে আদালতে সোপর্দ করার নির্দেশ প্রদান করা হয়। এবং তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা ইস্যু করা হয়।
উল্লেখ্য যে বিগত ০৬/০৫/২০২২ ইং তারিখে সিন্ধুরখান চা বাগান থেকে মুন্নি আক্তারের লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের পিতা খালেক মিয়া বাদী হয়ে সুকান্ত সূত্রধর ও বাদল সূত্রধরকে আসামি করে একটি ধর্ষন ও হত্যা মামলা দায়ের করেন। খালেক মিয়া জানান আদালতের এই রায়ে আমি সন্তুষ্ট, এখন আসামিদেরকে গ্রেফতার করে রায় কার্যকর করলে আমার মেয়ের আত্মা কিছুটা হলেও শান্তি পাবে। আসামি পক্ষের আইনজীবী মৃনাল তালুকদারের সাথে কথা বললে তিনি জানান আমার মক্কেলদেরকে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে সাজা প্রদান করা হয়েছে। আমার মক্কেলগন ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছে।