স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাদক ও অস্ত্র মামলায় দুইজনের ১৭ বছরের সশ্রম কারাদন্ড ও অর্থ দন্ড দিয়েছেন মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালত। বুধবার (৯ আগস্ট ২০২৩) সালে দুপুর ১২টায় মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মুজিবুর রহমান এই রায় ঘোষনা করেন।
দন্ডপ্রাপ্তরা হলেন, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের ভূনবীর গ্রামের প্রজেশ কান্তি পাল এবং তার ছেলে রাজীব পাল।
রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন মোলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর।
মামলার এজাহার সুত্রে জানা যায় আসামীগণ দীর্ঘদিন থেকে শ্রীমঙ্গল থানা এলাকায় মাদক ও অস্ত্র ব্যাবসার একটি সিন্ডিকেট পরিচালনা করিয়া আসিতেছে।উল্লেখ্য ১৩ সেপ্টেম্বর ২০২১ সালে দুপুর ২ ঘটিকার সময় গোপন সংবাদের ভিক্তিতে খবর পান যে স্বরস্বতী ষ্টোর নামীয় দোকানে মাদক ও অস্ত্র কেনা বেচা করছে। মামলার বাদী উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করে ঘটনাস্থলে গিয়ে প্রজেশ কান্তি পাল কে গ্রেফতার করে। এসময় দোকানে তল্লাশী করে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ১টি বিদেশি পিস্তল উদ্ধার করে। এসআই মানিক মিয়া বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ এর ধারা ৯(৭) এবং অস্ত্র আইন ২০০৯ই সনের ১৬ এর ৬(ই) উপদফা মোতাবেক আসামীগণের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানার মামলা দায়ের করেন। বাদির অভিযোগ তাদের বিরুদ্ধে প্রমানিত হওয়ায় আসামী দুইজনের ১৭ বছরের সশ্রম কারাদন্ড এবং প্রজেস কান্তি পালকে ৫০ হাজার টাকা ও রাজিব পালকে ১ (এক লক্ষ)টাকা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।