• ২১শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

উপশহরে ছাত্রলীগ কর্মী নুরুল হুদা হত্যায় ৯ জনকে আসামি করে মামলা

admin
প্রকাশিত আগস্ট ১৩, ২০২৩
উপশহরে ছাত্রলীগ কর্মী নুরুল হুদা হত্যায় ৯ জনকে আসামি করে মামলা

একুশে নিউজ ডেস্ক : সিলেট নগরীর উপশহরে মাদকদ্রব্য বিক্রির টাকার ভাগবাটোয়ারা নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে নুরুল হুদা নিহতের ঘটনায় শা্হপরান থানায় মামলা করা হয়েছে।

আজ রোববার সকালে লাশ দাফনের পর নিহত ছাত্রলীগ কর্মী নুরুল হুদার ভাই আমির হুদা বাদি হয়ে এ মামলা করেন। মামলা নং জিআর ৪০/২৪। মামলায় ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩/৪ জনকে আসামি করা হয়েছে।

আসামিরা হলেন উপশহরের বাসিন্দা ও ছাত্রলীগ কর্মী আশফাক আহমদ, সারোয়ার আহমদ নাহিদ, ওসমান মিয়া, রুহেল মিয়া, তামেল আহমদ, জুবের হোসেন, মিল্টন দাশ, নিপু বিশ্বাস ও কফিল উদ্দিন।

শাহপরান (রহ.) থানার ওসি আবুল খায়ের জানিয়েছেন মামলার পর আসামি ধরতে পুলিশ অভিযান শুরু করেছে। এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি।