• ১৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

বিয়ানীবাজারে ছাত্রলীগ ছাত্রদল সংঘর্ষ: নিহত ১, আহত ৫

admin
প্রকাশিত আগস্ট ১৬, ২০২৩
বিয়ানীবাজারে ছাত্রলীগ ছাত্রদল সংঘর্ষ: নিহত ১, আহত ৫

নিহত রাসেল আহমদ (ফাইল ছবি)

বিয়ানীবাজার প্রতিনিধি: বিয়ানীবাজার পৌরশহরে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে রাসেল আহমদ নামের ছাত্রলীগ কর্মী নিহত ও উভয় পক্ষে ৫ জন আহত হয়েছেন। ১৫ই আগষ্ট মঙ্গলবার বেলা ২টায় জাতীয় শোক দিবসের দিন বিএনপি নেত্রী খালেদা জিয়ার জন্মদিন উদযাপনের ঘটনাকে কেন্দ্র করে পৌরশহরের কলেজ রোডস্থ নিউ ভোজবাড়ি রেষ্টুরেন্টে এই ঘটনাটি ঘটে। এই ঘটনায় নিহত রাসেল আহমদের পিতা বাদী হয়ে ছাত্রদলের ৯জনকে আসামী করে বিয়ানীবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

জানা যায়, ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসের দিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের স্মরণে আয়োজিত শোক দিবসের দলীয় অনুষ্ঠান শেষে ছাত্রলীগ কর্মী রাসেল আহমদ ও তার সহযোগীরা খাবার খেতে স্থানীয় ভোজবাড়ি রেষ্টেুরেন্টে যায়। এ সময় ঐ রেস্টেুরেন্টের ভিতর ছাত্রদলের স্থানীয় একদল নেতাকর্মী বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উদযাপন অনুষ্ঠান করছিলেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপরিবারে হত্যার দিন (জাতীয় শোক দিবসে) বিএনপি নেত্রী খালেদা জিয়ার বিতর্কিত জন্মদিন পালন করতে দেখে ছাত্রলীগ কর্মীরা ক্ষুব্ধ হয়ে উঠে। এ নিয়ে ছাত্রদল ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে প্রথমে বাকবিতন্ডা ঘটে ও একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে হোটেলের গ্লাস, কাপ ও দেশীয় অস্ত্র লাঠি, হকিস্টিক, লোহার রড দিয়ে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে। এতে উভয়পক্ষে ৫জন আহত হয়েছেন। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন ক্লিনিকে প্রেরণ করেছেন। তন্মধ্যে রক্তাক্ত মাথায় গুরুতর জখমপ্রাপ্ত আহত ছাত্রলীগ কর্মী রাসেল আহমদের অবস্থা আশংকাজনক হওয়ায় বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে তাৎক্ষণিকভাবে মূমুর্ষ অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঐ দিন রাত ৯টার দিকে তার মৃত্যু ঘটে।
এ ঘটনায় নিহত রাসেল আহমদের পিতা তুতা মিয়া বাদী হয়ে ছাত্রদলের ৯জনকে আসামী করে বিয়ানীবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলা নং ১০, তারিখ ১৬-০৮-২০২৩ইং।

মামলার আসামীরা হলেন, বিয়ানীবাজার উপজেলার কসবা গ্রামে জবেদ আলীর পুত্র তারেক হোসেন (২৪), মাথিউরা লাসাইতলা গ্রামের আকলু মিয়া পুত্র এনাম উদ্দিন (৩৯), মাথিউরা লাসাইতলা গ্রামের আকলু মিয়ার পুত্র কালাম উদ্দিন (৪৩), কসবা গ্রামের আহমেদ আলীর পুত্র আনোয়ার হোসেন (২৬), পাতন গ্রামের মোঃ খয়ছু মিয়া পুত্র মোঃ জায়েদুর রহমান (২২), মাথিউরা পূর্বপাড় গ্রামের সমছ উদ্দিনের পুত্র তোফাজ্জল হোসেন (২৮), কসবা গ্রামের আব্দুস ছামাদের পুত্র আলিম উদ্দিন (২২), দাসউরা গ্রামের জহির আলীর পুত্র আব্দুল জব্বার (২০) ও খাসাড়ীপাড়া গ্রামের আলতাফ হোসেনের পুত্র শহিদ আহমদ (২৪)।

এ বিষয়ে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় বলেন, সংঘর্ষে আহত রাসেল আহমদ নিহতের খবর শুনে পুলিশ হাসপাতালে গিয়ে প্রাথমিক সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ আসামীদের গ্রেফতার করতে সাড়াশি অভিযান অব্যাহত রেখেছে।