• ২১শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

উপশহরে মাদকের টাকার ভাগ নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে এক কর্মী নিহত

admin
প্রকাশিত আগস্ট ১৮, ২০২৩
উপশহরে মাদকের টাকার ভাগ নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে এক কর্মী নিহত

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর উপশহরে মাদকদ্রব্য বিক্রির টাকার ভাগবাটোয়ারা নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন নুরুল হুদা নামের এক কর্মী। আহত হয়েছেন কমপক্ষে ৭ জন। আজ শনিবার বিকালে উপশহরের ডি-ব্লকের ২৯ নাম্বার সড়কে এ ঘটনা ঘটে। নিহত নুরুল হুদা ২৭ নাম্বার রোডের ৪৪ নাম্বার বাসার মৃত কামরুল হুদার ছেলে ও স্থানীয় ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে। সংঘর্ষের পর মহানগর ছাত্রলীগের সভাপতি ও অন্যান্য নেতা-কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। ওই সময় উত্তেজনা দেখা দেয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি চোরাচালানের মাদক আটকের পর তা বিক্রি করে দেন উপশহর ভিত্তিক ছাত্রলীগের একটি গ্রুপের কর্মীরা। কিন্তু বিষয়টি জানতে পেরে অপর গ্রুপের কর্মীরা ভাগ চায়। একজন সিনিয়র নেতার হস্তক্ষেপে বিষয়টি সমাধান করে দিলে টাকা ভাগবাটোয়ারার প্রস্তুতি নেয় তারা। কিন্ত বিকাল ৩টার দিকে টাকা ভাগবাটোয়ার সময় কমবেশি নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলে মারা যান নুরুল হুদা। তবে কিসের আঘাতে তিনি মারা গেছেন তাৎক্ষনিক জানা যায়নি। স্থানীয়রা উদ্ধার করে ওসমানী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করেন। আহতদের মধ্যে গৌছ আলম, ফারুকসহ ৪ জনকে হাসপাতালে ভতি করা হয়েছে। বাকি ৩জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

মহানগর পুলিশের শাহপরান (রহ.) থানার ওসি আবুল খায়ের জানিয়েছেন ঘটনার পর উপশহরে পুলিশ মোতায়েন করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহতের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছেন।