
স্টাফ রিপোর্টার : সিলেটে বেড়েছে ভারতীয় পন্যের রমরমা চালান। চোরাকারবারিরা এখন ভারতীয় অবৈধ পন্যের ব্যবসায় মত্ত। চোরাকারবারিদের বিরুদ্ধে কথা বলায় হামলার শিকার হোন এমসি কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আব্দুল সাজাদ।
মঙ্গলবার (২২ আগস্ট) ওসমানীনগর উপজেলার বনগ্রামের আব্দুল বশিরের ছেলে আব্দুল সাজাদ (৩০) এর উপর হামলা করেন চোরাকারবারীদের গড ফাদার আওয়ামী লীগ নেতা সুমন সুত্রধর চৌধুরী।
স্থানীয় সুত্রে জানা যায়, সাজাদ কলেজ থেকে বাড়ি ফেরার পথে উমরপুর বাজারে পৌঁছার পর তার গতিরোধ করেন একই গ্রামের খোকা সুত্রধরের ছেলে সুমন সুত্রধর চৌধুরী। বিভিন্ন সময় সুমনের চোরাইপন্যের ব্যবসায় বাঁধা প্রদান করেন সাজাদ। এসময় সাজাদ একা থাকায় সুযোগ বুঝে দেশীয় অস্রসহ হামলা করেন সুমন। এতে সাজাদ মারাত্মক ভাবে আঘাত প্রাপ্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে প্রথমিক চিকিৎসার জন্য স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওসমানী মেডিকেল কলেজে রেফার্ড করেন।
খোঁজ নিয়ে জানা যায়, সুমন ভারতীয় চোরাই পন্য মাদক, ইয়াবা এবং চিনি ব্যবসার সাথে জড়িত। বিভিন্ন সময় সিলেটের বিভিন্ন সীমান্ত দিয়ে আসা চোরাইপণ্য ওসমানীনগর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করেন। হাতের নাগালে নেশাজাতীয় দ্রব্য সহজে পাওয়ার ফলে এলাকার তরুন সমাজে প্রভাব পড়ার কারণে নানান সময় সাজাদ সুমনের চোরাই ব্যবসায় বাঁধা প্রদান করেন।
সাজাদের বাবার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমার ছেলে বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত। সে শুধু সমাজের উন্নয়ন চায়। নেশাজাতীয় পন্যের জন্য এলাকার অধিকাংশ তরুণ সমাজ আজ ধ্বংসের পথে। এইগুলোর বাঁধা দেওয়ায় আমার ছেলের উপর তারা সন্ত্রাসী হামলা চালিয়েছে। আমার ছেলে এখন ওসমানী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আছে।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আমিন জানান, সাজাদ নামক এক শিক্ষার্থীর উপর হামলা হয়েছে এমন খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠিয়েছিলাম। তারা ঘটনাস্থল পরিদর্শন করছেন।