• ১৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সিলেটে ছাত্র ইউনিয়নের ৩৬তম জেলা কাউন্সিল সম্পন্ন: মনীষা-মাশরুখ-শাহীনের নেতৃত্বে ১৯ সদস্যের জেলা কমিটি নির্বাচিত

admin
প্রকাশিত অক্টোবর ১, ২০২৩
সিলেটে ছাত্র ইউনিয়নের ৩৬তম জেলা কাউন্সিল সম্পন্ন: মনীষা-মাশরুখ-শাহীনের নেতৃত্বে ১৯ সদস্যের জেলা কমিটি নির্বাচিত

“ঘাড়ের উপর স্বৈরাচার, রাজপথে এসো মিছিলে-স্লোগানে চাইলে নিজের অধিকার” স্লোগানকে ধারণ করে গতকাল শনিবার (৩০ সেপ্টেম্বর) সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের ভূগর্ভস্থ কক্ষে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের ৩৬তম কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। দেড় শতাধিক প্রতিনিধি-পর্যবেক্ষক এই কাউন্সিল অধিবেশনে অংশগ্রহণ করেন। অধিবেশনে কেন্দ্রীয় প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক তামজিদ হায়দার চঞ্চল।

মনীষা ওয়াহিদকে সভাপতি, মাশরুখ জলিলকে সাধারণ সম্পাদক এবং শাহীনুর রহমানকে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করার মাধ্যমে দুটি সদস্যপদ ফাকা রেখে ১৯ সদস্য বিশিষ্ট কমিটি নির্বাচিত হয়।

জেলা সংসদের দায়িত্বপ্রাপ্ত নেতৃত্ব হিসেবে যারা নির্বাচিত হয়েছেন, সভাপতি মনীষা ওয়াহিদ, সহ সভাপতি সন্ধ্যা রানী বারাইক, -সহ সভাপতি আসমা আক্তার, সাধারণ সম্পাদক মাশরুখ জলিল, সহকারী সাধারণ সম্পাদক মাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহীনুর রহমান, কোষাধ্যক্ষ সোহাগ কর্মকার, দপ্তর সম্পাদক সাগর দাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক জহির আহমেদ জনি, বিজ্ঞান-প্রযুক্তি বিষয়ক সম্পাদক শিপলু শর্মা, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক প্রান্তিক দীপম, সাংস্কৃতিক সম্পাদক নির্জন চন্দ্র রায় তীব্র, স্কুল-ছাত্র বিষয়ক সম্পাদক মিশু চৌধুরী, ক্রীড়া সম্পাদক ডোনা রানী দেব, সদস্য সুব্রত ঘোষ, সদস্য ঋত্বিক নায়েক, সদস্য শিপন গোয়ালা, সদস্য কো-অপ্ট।

নবনির্বাচিত নেতৃত্বকে শপথবাক্য পাঠ করান বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক তামজিদ হায়দার চঞ্চল। পরবর্তীতে সংগঠনের সাবেক-বর্তমান সদস্যবৃন্দের একটি যৌথ মিছিলের মাধ্যমে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের নতুন নেতৃত্ব শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।