• ২১শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

প্রধানমন্ত্রীর নামে ফেসবুকে কটুক্তি গোলাপগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলা

admin
প্রকাশিত অক্টোবর ৫, ২০২৩
প্রধানমন্ত্রীর নামে ফেসবুকে কটুক্তি গোলাপগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলা

গোলাপগঞ্জ প্রতিনিধি :: গোলাপগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেসবুক পোস্টে কটুক্তির জের ধরে যুক্তরাজ্যে অবস্থানরত জেবরুল আমীন নামের এক প্রবাসীর বাড়িতে হামলা হয়েছে। তিনি উপজেলার বারকোট গ্রামের আব্দুল লতিফের ছেলে এবং বিএনপির সহযোগী সংগঠন যুবদলের সক্রিয় সদস্য।

জানাযায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্তমান যুক্তরাজ্যে সফররত অবস্থায় তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরকার বিরোধী নানান পোস্ট দেন যুক্তরাজ্য প্রবাসী জেবরুল আমীন। এসময় তিনি শেখ হাসিনা সরকারের কঠোর সমালোচনা করেন।

সেই পোস্টের জের ধরে গতকাল সন্ধ্যায় প্রবাসী জেবরুলের দেশের বাড়িতে হামলা হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার। পরিবারের অভিযোগ হামলাকারী সবাই সরকার দলীয় সংগঠন ছাত্রলীগ-যুবলীগের রাজনীতির সাথে জড়িত।

এবিষয়ে তার ছোট ভাই রিমন আহমদ বলেন, সামান্য ফেসবুক পোস্টের কারণে আমাদের বাড়িতে হামলা হয়েছে যা দুঃখজনক। আমরা এখন আতঙ্কের মাঝে আছি।