গোলাপগঞ্জ প্রতিনিধি : প্রধানমন্ত্রী যুক্তরাজ্য সফরকে কেন্দ্র করে সেখানে অবস্থানরত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সরকার বিরোধী আন্দোলন করে যাচ্ছেন। তারা সবাই সেখানে শেখ হাসিনা সরকারের বিভিন্ন পদক্ষেপের কঠোর সমালোচনা করে নানান শ্লোগান দিচ্ছেন। এসব ছবি ফেসবুকে পোস্ট দেন গোলাপগঞ্জ উপজেলার রাফসান জামিল নামের এক
যুক্তরাজ্য প্রবাসী।
ফেসবুকের এসব পোস্টের জের ধরে তার দেশের বাড়িতে বাড়িতে হামলা হয়েছে।
ভুক্তভোগী রাফসান জামিল গোলাপগঞ্জ উপজেলার বারকোট গ্রামের হেলাল আহমদের ছেলে।
জানা যায়, গত ৩ অক্টোবর যুক্তরাজ্য অবস্থানরত রাফসান জামিল প্রধানমন্ত্রীর যুক্তরাজ্য সফর কালে তিনি সহ সেখানে অবস্থানরত বিএনপি নেতাকর্মীদের সরকার বিরোধী আন্দোলনের বিভিন্ন ছবি সরকারের কঠোর সমালোচনা করে ক্যাপশন লিখে ফেসবুকে পোস্ট দেন। বিষয়টি দেশের স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দের নজরে আসে।
এরপর তার বাড়িতে হামলা করে একদল দুর্বৃত্ত। তার পরিবারের অভিযোগ রাফসান যুক্তরাজ্যে বসে ফেসবুকে সরকারের সমালোচনা করায় তাদের বাড়িতে এমন হামলা হয়েছে। হামলাকারী সবাই স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত।
এবিষয়ে তার বড় ভাই রিমন আহমদ বলেন, যুক্তরাজ্যে সরকার বিরোধী আন্দোলন হয়েছে শুধু এসকল ছবির সাথে সরকারের সমালোচনা করে ফেসবুকে পোস্ট করায় আমাদের বাড়িতে এমন জঘন্য হামলা হয়েছে যা দুঃখজনক। আমরা এখন আতঙ্কের মাঝে আছি।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302