
নবীগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ, নবীগঞ্জে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় খছরু মিয়া গুরুতর আহত হয়েছেন। গত ১৫ অক্টোবর ২০২৩ ইং তারিখে দুপুর ১২টায় আজলপুর গ্রামে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত খছরু মিয়া আজলপুর গ্রামের শফিক মিয়ার ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায, দীর্ঘদিন ধরে আজলপুর গ্রামে সম্পত্তি নিয়ে খছরু মিয়া সাথে তার বড় বোনের বিরোধ চলে আসছিল। এরই জের ধরে ঐ দিন দুপুরে খছরু মিয়াকে তার বড় বোন ও ভাগিনা সুফিয়ান গংরা ঘর থেকে তাড়িয়ে দিয়ে বাড়ির সামনে দেশীয় অস্ত্র দিয়ে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করে।
ঘটনার বিষয়ে খছরু মিয়ার মা মোছাঃ মাহমদা বেগম বলেন, আমার বড় মেয়ে ও তার সন্ত্রাসী ছেলে সুফিয়ান গংরা পূর্ব পরিকল্পিতভাবে আমার ছেলে খছরু মিয়াকে ঘর থেকে বের করে দিয়ে বাড়ির সামনেই দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়ে গুরুতর আহত করে। এই ন্যাক্কারজনক হামলায় জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির জোর দাবি জানাচ্ছি।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগযোগ করা হলে তিনি জানান, আজলপুর গ্রামে সুফিয়ান ও তার লোকজন খছরু মিয়ার উপর হামলার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে তদন্ত অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।