• ১৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

জামালগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ সম্পন্ন

admin
প্রকাশিত অক্টোবর ১৯, ২০২৩
জামালগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ সম্পন্ন

জামালগঞ্জ প্রতিনিধি : বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে সুনামগঞ্জের জামালগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক ‘আনন্দ ভ্রমন’ সম্পন্ন হয়েছে। দিনব্যাপী এই আয়োজনে প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা ‘আনন্দ ভ্রমণে’ অংশগ্রহণ করেন। বুধবার (১৮ অক্টোবর) সকালে উপজেলার সাচনা বাজার থেকে ৩টি মিনিবাস যোগে তাহিরপুর ও বিশ্বম্ভরপুর উপজেলার বিভিন্ন পর্যটন স্পটের উদ্দেশ্যে রওয়ানা দেন। সেখানে পৌঁছে বিকেল ৪ টায় দুপুরের খাবারের পর অনুষ্টিত হয় বিভিন্ন খেলা ও প্রতিযোগী অনুষ্ঠান।

অনুষ্ঠানের পর পরই শুরু হয় ফটোসেশন পর্ব। পরে সেখান থেকে পর্যায়ক্রমে শাহ আরেফিন মাজার আস্তানা, বর্ডার হাট, ট্যাকেরঘাট, বারিক টিলা ও বিশ্বম্ভরপুর উপজেলার হাওর বিলাশসহ বিভিন্ন পর্যটন স্পট ঘুরেন প্রেসক্লাব সদস্যবৃন্দ।

জামালগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ও জামালগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদের আয়োজনে উপস্থিত ছিলেন, সভাপতি মো. হাবিবুর রহমান, সহ-সভাপতি শেরে আলম শেরু, সহ সভাপতি মো. নিজাম নুর, সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান, সহ সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক শাহীন আলম,কোষাধ্যক্ষ মো. বায়েজীদ বিন ওয়াহিদ, দপ্তর সম্পাদক মহসিন কবির, সাহিত্য সম্পাদক নেহার দেবনাথ, নির্বাহী সদস্য মো. ওয়ালী উল্লাহ সরকার, অঞ্জন পুরকায়স্থ , আব্দুল আহাদ, আকবর হোসন, মো. দিল আহমেদ ও সমাজকর্মী মো. মানিক মিয়া এবং মো. আল আমিন। দিনব্যাপী সাংবাদিকরা বনভোজন শেষে রাতে জামালগঞ্জে ফিরেন।