নিজস্ব প্রতিবেদক : সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ১নং মোল্লারগাও ইউনিয়নের নিয়ামত পুর গ্রামে সনাতন যুব সংঘ প্রতি বছরের ন্যায় শারদীয় দূর্গা পূজার আয়োজন করে। ২২/১০/২০২৩ ইং তারিখে মহাষ্টমী চলা কালীন সময় রাত আনুমানিক ৯ ঘটিকার দিকে ফাহিম খানের নেতৃত্বে ২০/৩০ জন লোক এসে দুর্গা মন্দিরে হামলা চালায়।এই সময় কমিটির লোকজন প্রতিরোধ করতে গেলে তাদের উপর আক্রমণ চালায়। এতে সুবল বৈদ্য সহ অনেকেই আহত হয়। সুবল বৈদ্যকে সাথে সাথে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় পরের দিন সকাল ৮ ঘটিকার সময় মারা যায়।পুজা উদযাপন কমিটি মামালা করতে গেলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজ্ঞাত নামা আসামি দিয়ে একটি হত্যা মামলা লিপিবদ্ধ করেন।
নিহত সুবলের ছোট ভাই সুমিত তার ফেইসবুক আইডি থেকে উগ্র মৌলবাদীদের বিরুদ্ধে সবাই একত্রিত হয়ে প্রতিবাদ করার আহবান জানায়। এতে ফাহিম খান ক্ষিপ্ত হয়ে এলাকার লোকজনের গন স্বাক্ষর নিয়ে সে নিজে বাদী হয়ে ধর্ম অবমাননার দায়ে সুমিত বৈদ্য (আকাশ) কে আসামি করে দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের করেন।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302