• ১৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ২রা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই জিলকদ, ১৪৪৬ হিজরি

ইতালি যাওয়ার স্বপ্ন ট্রাক চাপায় শেষ

admin
প্রকাশিত অক্টোবর ২৫, ২০২৩
ইতালি যাওয়ার স্বপ্ন ট্রাক চাপায় শেষ

জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল চালক মাসুদ খাঁন (৩৩) নামের এক যুবক মারা গেছেন।

আজ মঙ্গলবার বিকেল ৫টার দিকে জগন্নাথপুর-রানীগঞ্জ সড়কের অনন্ত গোলাম আলীপুর নামক স্থানে এ ঘটনাটি ঘটে।

মাসুদ উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের শাহারপাড়া নোয়াগাঁও (খাঁন বাড়ি) গ্রামের মৃত হিরন খাঁনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা নিহতের খালাত ভাই মুজিবুর রহমান চৌধুরী জানান, মাসুদ মোটরসাইকেল চালিয়ে বেতাউকা গ্রামে তাঁর খালার বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে ট্রাক চাপায় ঘটনাস্থলে তিনি মারা যান।

নিহতের ভাতিজা কামরুল ইসলাম জানান, দুই মাসের মধ্যে তাঁর ইতালি যাওয়ার কথা ছিল। ট্রাক চাপায় তাঁর ইতালি যাওয়ার স্বপ্ন শেষ হয়ে গেল। তাঁর ছোট ছোট দু’টি শিশু সন্তান রয়েছে।

এদিকে, এ ঘটনায় নিহত মাসুদ খাঁনের স্ত্রী শরিফা আক্তার বাদী হয়ে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেন।

আসামীরা হলেন, সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার দক্ষিণ বুড়দেও গ্রামের আলামিন মিয়ার ছেলে ট্রাক চালক জসিম উদ্দিন (৩০) ও একই গ্রামের বাবুল মিয়ার ছেলে ট্রাকের সহকারি সালেক মিয়া (২৫)।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ট্রাক চালক ও হেলপারসহ ট্রাক গাড়িটি আটক করা হয়েছে।