• ২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ , ২৩শে শাবান, ১৪৪৬ হিজরি

একই সঙ্গে দুই সাংবাদিকের জন্মদিন উদযাপন

admin
প্রকাশিত অক্টোবর ২৬, ২০২৩
একই সঙ্গে দুই সাংবাদিকের জন্মদিন উদযাপন

মাধবপুরে প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে দুই সাংবাদিকের জন্মদিনে দৈনিক সংবাদ পত্রিকার প্রতিনিধি মো: এরশাদ আলী ও দৈনিক আলোকিত প্রতিদিন এবং বাংলা টাইমসের জেলা প্রতিনিধি ত্রিপুরারী দেবনাথ তিপুর জন্মদিন উদযাপন করা হয়েছে।

বুধবার (২৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭ টায় উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো: হামিদুর রহমান রাজুর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দৈনিক লোকালয় বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক এমদাদুল ইসলাম সোহেল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস- চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রীধাম দাশ গুপ্ত।

এছাড়াও বক্তব্য রাখেন, সিনিয়র সহ সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী, সহ সভাপতি সুজন রায়, সাধারণ সম্পাদক শংকর পাল চৌধুরী, এবং হিসাব রক্ষণ কর্মকর্তা মো:রোকন উদ্দিন, চৌমুহনী ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: আমিনুল ইসলাম ভুট্টো, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে কর্মরত মো: ইকবাল হোসেন খাঁন, সাংবাদিক শ্রীবাস সরকার প্রমূখ।

বক্তারা জন্মদিন অনুষ্ঠান উপলক্ষে দুই সাংবাদিকের প্রতি জন্মদিনের শুভেচ্ছা মূলক আলোচনা করেন। জন্মদিনে তাদের ভবিষ্যত উত্তরোত্তর শুভকামনা জানান। বক্তব্যের শেষে কেক কাটার মধ্য দিয়ে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানটি উদযাপন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে কর্মরত মিজানুর রহমান সহ সকল সাংবাদিক বৃন্দ।