একুশে নিউজ ডেস্ক : বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক মাওলানা সামীউর রহমান মুসা বলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সভাপতি মাওলানা মুহাম্মদ মামুনুল হককে দীর্ঘদিন থেকে অন্যায়ভাবে কারাবন্দী করে রাখা হয়েছে। সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট মামলা দিয়ে কারাগারে তাঁকে নির্যাতন করা হচ্ছে। মাওলানা মামুনুল হকের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে হয়রানীমূলক এসব কর্মকান্ডের কারণে সরকার বিপাকেপরবে। আসন্ন নির্বাচনের আগেই মাওলানা মামুনুল হকসহ আলেম-উলামাদের মুক্তি না দিলে দেশের জনগণ নির্বাচন প্রতিহত করবে। তাই অবিলম্বে মাওলানা মুহাম্মদ মামুনুল হকসহ সকল রাজনৈতিক নেতৃবৃন্দকে মুক্তি দিয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনের আয়োজন করতে হবে। নতুবা দেশের জনগণ পাতানো কোন নির্বাচন করতে দিবে না।
বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও যুব মজলিসের সভাপতি মাওলানা মুহাম্মদ মামুনুল হকের মুক্তি ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে যুব মজলিসের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বাদ জুমা (১০ নভেম্বর) নগরীর কোর্ট পয়েন্টে সিলেট জেলা ও মহানগর শাখার বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নগরীর তালতলা পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে কোর্ট পয়েন্টে এসে সমাবেশে মিলিত হয়।
যুব মজলিস সিলেট জেলা শাখার সভাপতি মুফতী মুহাম্মদ মাহবুবুল হকের সভাপতিত্বে ও মহানগর সদস্য হাফিজ মাওলানা মিজানুর রহমানের পরিচালনায় বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার সহ-সভাপতি মাওলানা ছানা উল্লাহ, সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা এমরান আলম, যুবনেতা মাওলানা তারিক বিন হাবীব, যুব মজলিস সিলেট জেলা শাখার সহ-সভাপতি মাওলানা আমিন আহমদ রাজু, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগরীর সাংগঠনিক সম্পাদক হাফিজ কয়েছ আহমদ, অফিস ও প্রচার সম্পাদক হাফিজ সিরাজ উদ্দিন, ছাত্রনেতা হাবীবুজ্জামান সায়হান, ছাত্রনেতা মামুনুর রশীদ প্রমুখ।