• ১৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

শহীদ নূর হোসেনের স্বপ্ন বাস্তবায়নে আওয়ামী দুঃশাসনের অবসান ঘটাতে হবে: বাসদ

admin
প্রকাশিত নভেম্বর ১০, ২০২৩
শহীদ নূর হোসেনের স্বপ্ন বাস্তবায়নে আওয়ামী দুঃশাসনের অবসান ঘটাতে হবে: বাসদ

একুশে নিউজ ডেস্ক : শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা ১০নভেম্বর শুক্রবার বিকাল চারটায় আম্বরখানাস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

বাসদ সিলেট জেলা শাখার আহ্বায়ক আবু জাফর এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন চারণ সাংস্কৃতিক কেন্দ্র সিলেট জেলা আহ্বায়ক নাজিকুল ইসলাম রানা, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর শফিকুল ইসলাম কাজল, সংগ্রাম পরিষদ সিলেট মহানগর শাখার সহ-সভাপতি শহীদ মিয়া, আনোয়ার হোসেন কুটি, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের অর্চিতা শর্মা প্রমূখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৮৭ সালের ১০ নভেম্বর শহীদ নূর হোসেন-আমিনুল হুদা টিটো যে স্বপ্ন নিয়ে স্বৈরাচারবিরোধী গণতান্ত্রিক আন্দোলনে জীবন উৎসর্গ করেছিলেন, সেই স্বপ্ন পূরণ দূরে থাক, দেশ এখন সেই স্বপ্নের বিপরীত দিক দিয়ে চলছে। দেশে এখন গণতন্ত্রহীনতা চলছে। নেতৃবৃন্দ বলেন, ‘গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক’-স্লোগান এখন আরও প্রাসঙ্গিক ও বহমান। গণআন্দোলনের ভেতর দিয়ে অর্জিত ন্যূনতম ভোটের অধিকারও কেড়েনেয়া হয়েছে। নৈশকালীন ভোটের প্রহসনের মধ্যদিয়ে বর্তমান সরকার ক্ষমতায় টিকে আছে। জনমত উপেক্ষা আরেকটি প্রহসনের ভোটের প্রস্তুতি নিচ্ছে।গণতন্ত্রহীন উন্নয়নের নামে দেশে কর্তৃত্ববাদ, রাষ্ট্রীয় সন্ত্রাস, লুটপাট, গোষ্ঠীতন্ত্র কায়েম হয়েছে। দুঃশাসন দেশবাসীর উপর জগদ্দল পাথরের মত চেপে বসেছে।নেতৃবৃন্দ শহীদ নূর হোসেন-টিটোদের স্বপ্ন বাস্তবায়নে আওয়ামী দুঃশাসনের অবসান ঘটাতে বাম গণতান্ত্রিক শক্তিসমূহের নেতৃত্বে জনগণের বৃহত্তর আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।